আপনার ক্যাডার চয়েস জেনে নিন ।
# পররাষ্ট্র [প্রথম চয়েস হিসেবে দিলে দিবেন, না দিলে একেবারেই দিবেন না। প্রতিযোগিতা অনেকে বেশি এখানে। মেধাক্রম যদি ২০ এর মধ্যে থাকে তাহলে এই ক্যাডার পাওয়ার আশা করতে পারেন। যদিও ভাইভা বাংলা বা ইংরেজি যেকোন ভাষায় হতে পারে, তবে পররাষ্ট্র ক্যাডার প্রথমে চয়েস দিলে ভাইভা ইংরেজিতে হওয়ার সম্ভাবনা খুব বেশি।]
# প্রশাসন… পুলিশ [পররাষ্ট্র ক্যাডার চয়েস না দিলে এই দুইটা ক্যাডার আপনার পছন্দ অনুযায়ী প্রথম বা দ্বিতীয় চয়েসে রাখতে পারেন। এই ক্যাডারগুলোতে সুযোগ-সুবিধার পাশাপাশি কাজের প্রেসার অনেক। ছুটি নাই বললেই চলে। পরিবার থেকে দূরে থাকার চান্সই বেশি। ৯ – ৫ টা অফিস বলে কিছু নাই।]
# শুল্ক ও আবগারি… কর… নিরীক্ষা ও হিসাব [এবার আপনার পছন্দ অনুযায়ী এই তিনটি ক্যাডার দিতে পারেন। ৯ – ৫ টা অফিস পাবেন। পরিবারকেও সময় দিতে পারবেন, আবার ক্যাডার হিসেবেও ভালো।]
# টেকনিক্যাল ক্যাডার [আপনার যদি শুধু অনার্স ও মাস্টার্সে পঠিত বিষয়ের জ্ঞানকে বাস্তবে প্রয়োগ করার ইচ্ছা থাকে, পঠিত বিষয়ের উপর উচ্চতর ডিগ্রি নেওয়ার ইচ্ছা থাকে, তাহলে টেকনিক্যাল ক্যাডারটি (স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, মৎস্য, প্রকৌশল, বন ইত্যাদি) এখানে দিতে পারেন। আর যদি ইচ্ছা না থাকে তাহলে একদম শেষে দেবেন।]
# আনসার… খাদ্য… বাণিজ্য… সমবায়… ডাক [বিশেষ কোন ব্যাপার না থাকলে আমি যেভাবে সাজিয়েছি, ঠিক সেভাবেই দিতে পারেন অথবা আপনার পছন্দ অনুযায়ী এদিক সেদিক করে দিতে পারেন।]
# তথ্য… রেলওয়ে পরিবহণ ও বাণিজ্যিক… পরিবার পরিকল্পনা [এখানেও বিশেষ কোন ব্যাপার না থাকলে আমি যেভাবে সাজিয়েছি, ঠিক সেভাবেই দিতে পারেন অথবা আপনার পছন্দ অনুযায়ী এদিক সেদিক করে দিতে পারেন।]
লিখেছেনঃ
Ahasanur Haque Saikat Talukder