আমরা সম্ভবত এমন সময়ের মধ্যে ঢুকতে যাচ্ছি যখন পরিচিতজনদের আক্রান্ত হওয়ার খবর আসবে। এখন সোস্যাল মিডিয়ার কারণে যেহেতু আমাদের যোগাযোগ অনেক বেশি, সুতরাং এখন সেই শোনার পরিমান বেড়েই যাবে। একই ঘটনা বিভিন্ন জনের কাছ থেকে শুনলেও অনেক সময় ‘এম্লিফাইড ইমপ্যাক্ট’ হতে পারে মনে। এসময়টা মানসিকভাবে শক্ত থাকাটা খুবই গুরুত্বপূর্ণ। নিজেদের নিরাপত্তা বজায় রেখে অন্যদের সাধ্য মতো সহায়তা করতে হবে । দেশে এখন খাদ্যের যোগান যথেষ্ট পরিমান আছে। অনেক আলু উৎপাদন হয়েছে এবছর। সরকার যদি সাপ্লাই চেইনটা মেইনটেন করার জন্য সতর্ক ব্যবস্থা নেয় তাহলে খাবার নিয়ে ভাবনার তেমন একটা কারণ নেই।
আমরা শান্ত কিন্তু সতর্ক থাকবো- এটাই এখনকার বিপদ মোকাবেলার সবচেয়ে ভালো কৌশল।
আরেকটি বিষয়- কারো ফেসবুকের বরাত দিয়ে কোন খবর বা লেখা প্রচারিত হলে তার টাইম লাইনে গিয়ে আগে দেখে নিন, আদৌ তিনি ওই কথা বলেছেন কিনা বা ওই তথ্য শেয়ার করেছেন কি-না। এখনকার সময়ে কোন পরিচিত ডাক্তার বা বিশেষজ্ঞের নামে অনেক ভুল তথ্য ছড়ানো হচ্ছে।
Mustak Ibn Ayub
Assistant professor
Genetic engineering and biotechnology, University of Dhaka