বেকার জীবন আমরা কেউ চাই না এবং কেউ ইচ্ছে করে আমরা বেকার থাকতেও চাই না জীবনে। তারপরও লেখাপড়া শেষ করার পর অামাদের সবাইকে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত বেকার থাকতে হয়৷ তবে কারো কারো বেকার জীবন হয় খুব সংক্ষিপ্ত অাবার কারো কারো হয় অনেক দীর্ঘ। যেমন আমরা কথায় দরুন অামি জীবনে বেকার ছিলাম মাত্র কয়েকঘন্টা কারণ অামার এলএলএম পরীক্ষার রেজাল্ট হয়েছিল ২৬ ফ্রেবুয়ারী ২০১৯ তারিখের বিকালে অার অামি ২৭ ফ্রেবুয়ারী ২০১৯ তারিখে সহকারী জজ /জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়৷
সামনে ৩৮তম বিসিএস এর ভাইভার রেজাল্ট দিবে অাশা করি ইনশাআল্লাহ পজিটিভ কিছুই হবে। অামি ৩৮তম বিসিএস দিয়েছিলাম Appeared Certificate দিয়ে। অার বিজেএস পরীক্ষা দিয়েছিলাম অর্নাস রেজাল্ট হওয়ার কিছু দিন পর। অর্থাৎ এলএলএম এ থাকাকালীন সময়ে বিসিএস ও বিজেএস দিয়েছিলাম। অর্থাৎ বিসিএস ছিল অামার প্রথম চাকরী পরীক্ষা অার বিজেএস ছিল ২য় চাকরী পরীক্ষা। ৩৮তম বিসিএস রিটেন পরীক্ষা ছিল ৮ অাগষ্ট,২০১৮ অার অামি এলএলএম এর ভাইভা দিয়েছিলাম ৭ অাগষ্ট,২০১৮৷
অর্থাৎ বিসিএস রিটেন পরীক্ষা অাগে দেড় মাস যাবৎ অামাকে এলএলএম পরীক্ষা দিতে হয়েছে। ওই সময়ে রাতে সারাক্ষণ বিসিএস রিটেন এর জন্য পড়তাম অার দিনে এলএলএম পরীক্ষার জন্য পড়তাম। বিসিএস রিটেন পরীক্ষা হয়েছিল ৮অাগষ্ট থেকে ১৩ অাগষ্ট পর্যন্ত। ঠিক এর ২৪ দিন পর ছিল বিজেএস রিটেন পরীক্ষা ৮ সেপ্টেম্বর, ২০১৮ তারিখ থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত টানা ১০ দিন পরীক্ষা হয়েছিল ১০০০ মার্কের।
অর্থাৎ তিনটি পরীক্ষা অামার জীবনে একই সময়ে এসেছিল কিছু দিন ব্যবধানে। প্রথমে ছিল এলএলএম পরীক্ষা। এলএলএম পরীক্ষা শেষ হওয়ার পরের দিন শুরু হয়েছিল ৩৮তম বিসিএস রিটেন পরীক্ষা অর্থাৎ শেষ হওয়ার ১ দিন পরেই। অার বিসিএস শেষ হওয়ার ২৪ দিনের মাথায় শুরু হয়েছিল বিজেএস রিটেন পরীক্ষা। অামাকে তখন সবাই পরামর্শ দিয়েছিল যেকোনো একটি পরীক্ষা ভাল করে দিতে হয়তো এলএলএম না হয় বিসিএস না হয় বিজেএস। কিন্তু অামি কারো কথা শুনি নাই তিনটি পরীক্ষায় ই দিয়েছিলাম।
অাল্লাহ রহমতে তিনটি পরীক্ষার মধ্যে দুইটির চূড়ান্ত রেজাল্ট হয়েছে অারেকটি অপেক্ষমাণ৷ করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সাথে সাথে রেজাল্ট হয়ে যাবে অাশা করি। এর মধ্যে এলএলএম পরীক্ষায় ৫ম স্থান অর্জন করেছিলাম এবং বিজেএস পরীক্ষায় মাধ্যমে সুপারিশপ্রাপ্ত হয়ে বর্তমানে সহকারী জজ /জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত অাছি।
এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে মানুষ চাইলে সবকিছু করতে পারে শুধু ইচ্ছে থাকতে হবে এবং নিজের মধ্যে সাহস থাকতে হবে ও পরিশ্রম করার মনমানসিকতা থাকতে হবে। অামি ৩৮তম বিসিএস প্রিলিমিনারী পরীক্ষা মাত্র ৩৫ মিনিটে ১৬৭ টি দাগিয়ে পরীক্ষা শেষ করেছিলাম। ৪০তম বিসিএস প্রিলিও ১ ঘন্টার মধ্যে শেষ হয়েছিল। দুইটাতে পরীক্ষার হলেই কর্নফাম ছিলাম যদি কারিগরি কোন সমস্যা না হয় তাহলে নিশ্চয়ই রিটেনের টিকেট পাবো৷ অার বিজেএস পরীক্ষায় ১০০ টি মধ্যে ৮৪ টির মত সঠিক করে প্রিলিতে কোয়ালিফাইড হয়েছিলাম। অামার মধ্যে একটি জেদ ছিল একই পড়া কেন বার বার পড়বো অামি? যা করতে হবে জীবনে প্রথম বারেই করতে হবে।
অামি এরকম রমজান মাসেও রোযা রেখে দৈনিক ১৪ ঘন্টার পড়েছি ২০১৮ সালে। ২০১৮ সালে দুইটি ঈদের দিনও সারাক্ষণ পড়েছিলাম অামার এখনো মনে অাছে। জীবনে দুইটি ঈদের অানন্দকে বিসর্জন দেওয়ায় অাল্লাহর রহমতে ২০১৯ সালের ঈদ হয়েছিল অামার অনেক অানন্দের। অর্থাৎ জীবনে কিছু অর্জন করতে হলে অাপনাকে অনেক কিছু ত্যাগ করতে হবে। অামি দিনে ক্লাস করতাম, টিউশন করতাম এবং রাতে সারাক্ষণ পড়তাম। দিনেও যখন সময় পেতাম পড়তাম।
অাপনাকে অনেকে বলবে সে তেমন পড়ত না এমনেতেই সফল হয়ে গেছে। মনে করবেন যারা এসব কথা বলে তারা ভাব নিয়ে কথা বলে। তারা জীবনে ১ মিনিটেও নষ্ট করে নাই সারাক্ষণ পড়ত হউক সেটা ঈদের দিন৷ সফল যারা তারা সফল না হওয়া পর্যন্ত জীবনে অনেক কিছু ত্যাগ করেছে৷ তাই অাপনাকে বলছি অাপনি যেহেতু এখনো বেকার মানুষ অাপনার এখন কোন কিছু এনজয় করা বা কোন কাজে অযথা সময় নষ্ট করবেন না৷ মনে রাখবেন নিজে সফল হয়ে যত অানন্দ ও জনসেবা করতে পারবেন ১ বছরে ব্যর্থ হলে সারাজীবনও পারবেন না অানন্দ করতে ও ১ বছরের সমান ।
অাজ থেকে শপথ করুন নিজের সমস্ত চিন্তাকে পরিত্যাগ করে কীভাবে সফল হওয়া যায় শুধু সেটা চিন্তা করুন। এবং নিজেই নিজের সাথে ওয়াদা করুন এবারের ঈদ ই যেন হয় অাপনার বেকার জীবনের শেষ ঈদ।
সবার জন্য শুভ কামনা এবং অগ্রিম ঈদের শুভেচ্ছা রইল।
এস.এম. অালাউদ্দিন মাহমুদ
সহকারী জজ /জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট।
বিশেষ দ্রষ্টব্য: এই ওয়েবসাইটের কোনো কনটেন্ট অন্য কোন ওয়েবসাইটে প্রকাশ করা দণ্ডনীয় অপরাধ। ইতিমধ্যে থানায় একটি জিডি করা হয়েছে। কেউ এই ওয়েবসাইটের কনটেন্ট কপি করে নিজের নামে চালিয়ে দিলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।