সবার কাছে বিশেষ অনুরোধ –
জ্বর, ঠান্ডা,কাশির রোগীরা বাসায় বসে চিকিৎসা নিন। নিজ দায়িত্বে, হোম কোয়ারেন্টাইনে থাকুন । হাসপাতালে বা চেম্বারে ভীড় করে অন্যদেরকে ঝুকির মুখে ফেলবেন নাহ।
চিকিৎসা…
Tab. NAPA (500mg)
১+১+১ ভরা পেটে (জ্বর ১০০*F এর বেশি হলে)
Tab. FEXO (120mg),
০+০+১(সর্দি হলে)
NOSOMIST Nasal drop
১ফোটা করে প্রতি নাকের ছিদ্রে- (নাক বন্ধ থাকলে)
উপদেশ:
★ ঘরে অবস্থান করুন।
★ প্রচুর পানি পান করুন ।
★ সবুজ ফলমূল খান । এতে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। এছাড়া প্রচুর পরিমাণে ভিটামিন সি যুক্ত খাবার খেতে হবে।
★ মাস্ক ব্যবহার করুন ।
★কিছু সময় পর পর হাত ধোয়ার অভ্যস করুন এবং হ্যান্ডওয়াশ ব্যবহার করুন।
★ হ্যান্ডশেক, কোলাকুলি থেকে বিরত থাকুন ।
★ পরিষ্কার – পরিচ্ছন্নতা বজায় রাখুন ।
ইনশাআল্লাহ এমনিতেই সেরে যাবেন । কিন্তু রোগ প্রতিরোধ করুন ।