প্রতিটি জীবের দেহ কোষ দিয়ে গঠিত। এককোষী জীব গুলো কোষ বিভাজনের দ্বারা একটি থেকে দুইটি দুইটি থেকে চারটি করতে হয় এবং এভাবে বংশবৃদ্ধি করে। বহুকোষী জীবের দেহ কোষের সংখ্যা বৃদ্ধি হয় জীবদেহের সামগ্রিক বৃদ্ধি ঘটে। ডিম্বাণু নিষিক্ত হওয়ার পর বহুকোষী জীবের জীবন শুরু হয় একটি মাত্র কোষ থেকে। নিষিক্ত ডিম্বাণু অর্থাৎ এককোষী জাইগোট বিভাজিত হয়ে সৃষ্টি করেন লক্ষ লক্ষ দিয়ে গঠিত বিশাল দেহ।
আজকে আমরা অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায়ের জীবের বৃদ্ধি ও বংশগতি সম্পর্কে জানব। এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ ও বিগত চাকরির পরীক্ষায় যে প্রশ্নগুলো এসেছে সেগুলো চর্চা করব।
১। মিয়োসিস কোষ বিভাজনের বৈশিষ্ট্য কোনটি?
– ক্রোমোজোম একবার বিভাজিত হয়
২। অপত্য ক্রোমোজোমগুলো বিপরীত মেরুতে আসে কোন ধাপে?
– টেলোফেজ
৩। মাইটোসিসের কোন ধাপে ক্রোমোজোমগুলো ইংরেজি বর্ণমালা ঔ এর মত হয়?
– এনাফেজ
৪। মানবদেহে কত জোড়া ক্রোমোজোম থাকে?
– ২৩
৫। মাইটোসিস কোষ বিভাজনের কোন ধাপটি স্বল্পস্থায়ী?
– প্রো-মেটাফেজ
৬। নিচের কোনটিতে মিয়োসিস কোষ বিভাজন ঘটে?
– পরাগধানী
৭। কোষ বিভাজনের কোন ধাপে নিউক্লিওলাস প্রায় বিলুপ্ত হয়?
– প্রো-মেটাফেজ
৮। নিউক্লিক এসিড কয় ধরনের?
– ২
৯। জীবদেহে কয় ধরনের কোষ বিভাজন দেখা যায়?
– ৩
১০। কোষ বিভাজনের কোন ধাপে প্রত্যেক ক্রোমাটিডে একটি সেন্ট্রোমিয়ার থাকে?
– অ্যানাফেজ
১১। প্রত্যক্ষ কোষ বিভাজন ঘটে কোথায়?
– ইস্ট
১২। মাইটোসিস বিভাজনের কোন ধাপে অপত্য ক্রোমোজোম সৃষ্টি হয়?
– অ্যানাফেজ
১৩। কোনটির বিভাজনে নিউক্লিয়াস ডাম্বেল আকার ধারণ করে?
– ছত্রাক
১৪। মাইটোসিস বিভাজনে তিনটি মাতৃকোষ থেকে কয়টি অপত্য কোষ তৈরি হয়?
– ৬
১৫। জিনতত্ত্বের জনক কে?
– গ্রেগর জোহান মেন্ডেল
১৬। বংশগতির ভৌতভিত্তি কী?
– ক্রোমোজোম
১৭। নিচের কোনটিতে মিয়োসিস ঘটে?
– জনন মাতৃকোষ
১৮। মাইটোসিসের কোন ধাপে ক্রোমোজোমগুলো V,L ,J অথবা I আকৃতি ধারণ করে?
– এনাফেজ
১৯। ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার দু’ভাগে বিভক্ত হয় কোন ধাপে?
– অ্যানাফেজ
২০। সপুষ্পক উদ্ভিদে মিয়োসিস ঘটে কোথায়?
– পরাগধানীতে
২১। মিয়োসিস কোষ বিভাজনের সময় জনন মাতৃকোষ পরপর কয় ধাপে বিভাজিত হয়?
– ২
২২। মাইটোসিসের কোন ধাপে স্পিন্ডল যন্ত্র গঠিত হয়?
– প্রো-মেটাফেজ
২৩। কোন বিভাজনের মাধ্যমে বংশগতির ধারা অক্ষুণ্ন থাকে?
– মিয়োসিস
২৪। কোন কোষটিতে মাইটোসিস বিভাজন ঘটে না?
– স্থায়ী টিস্যুর কোষে
২৫। কোনটিতে মাইটোসিস কোষ বিভাজন ঘটে?
– ঝিনুক
২৬। ক্যারিওকাইনেসিস পর্যায়টি কয়টি ধাপে বিভক্ত?
– ৫
২৭। প্রতিটি ক্রোমোজোম লম্বালম্বিভাবে বিভক্ত হয়ে দুটি ক্রোমাটিড গঠন করে কোন ধাপে?
– প্রোফেজ
২৮। মিয়োসিস কোষ বিভাজনে একটি কোষ থেকে কয়টি অপত্যকোষ সৃষ্টি হয়?
– ৪
২৯। নিচের কোন জীবটিতে অ্যামাইটোসিস পদ্ধতিতে কোষ বিভাজন ঘটে?
– অ্যামিবা
৩০। মাইটোসিস প্রক্রিয়ার একটি ধাপ যেখানে ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চলে আসে এবং সবচেয়ে মোটা ও খাটো দেখায়। ধাপটির নাম কী?
– মেটাফেজ
৩১। মাইটোসিস কোষ বিভাজনের কোন ধাপটি দীর্ঘস্থায়ী হয়?
– প্রোফেজ
৩২। কোষ বিভাজনের কোন পর্যায়ে নিউক্লিয়াসের আকার বড় হয়?
– প্রোফেজ
৩৩। ঈস্টে কোন ধরনের কোষ বিভাজন হয়?
– অ্যামাইটোসিস
৩৪। বংশগতিবিদ্যার জনক বলা হয় কাকে?
– গ্রেগর জোহান মেণ্ডেল
৩৫। মানুষের চামড়ার রং নিয়ন্ত্রণ করে কোনটি?
– ডিএনএ
৩৬। মাইটোসিস বিভাজনে কয়টি পর্যায় সম্পন্ন হয়?
– ২টি
৩৭। মিয়োসিস কোষ বিভাজনে একটি কোষ থেকে কয়টি কোষের সৃষ্টি হয়?
– ৪টি
৩৮। নিচের কোনটিকে হ্রাসমূলক বিভাজন বলা হয়?
– মিয়োসিস
৩৯। নিচের কোন জীবের মধ্যে অ্যামাইটোসিস পদ্ধতিতে কোষ বিভাজন ঘটে?
– অ্যামিবা
৪০। বিভাজনের কোন পর্যায়ে সৃষ্ট অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোমের অর্ধেক হয়?
– মিয়োসিস
৪১। মাইটোসিস কেন্দ্রিকার বিভাজন কয় ধাপে সম্পন্ন হয়?
– ৫
৪২। মানব জননকোষে কতটি ক্রোমোজোম থাকে?
– ৪৬
৪৩। মাইটোসিসের কোন ধাপে নতুন ক্রোমোজোম সৃষ্টি হয়?
– প্রোফেজ
৪৪। কোনটিতে ডি.এন.এ থাকে না?
– টি.এম.ভি
৪৫। প্রতিটি জীবদেহ কী দ্বারা গঠিত?
– কোষ
৪৬। মিয়োসিস কোষ বিভাজন ঘটে-
– পরাগধানী ও ডিম্বকে
– শুক্রাশয়ে ও ডিম্বাশয়ে
৪৭। মাইটোসিস কোষ বিভাজন-
– আমের মুকুলে দেখা যায়
– উদ্ভিদের অযৌন জননের সময় ঘটে
৪৮। মাইটোসিস কোষ বিভাজন ঘটে-
– উদ্ভিদের বর্ধনশীল অংশের ভাজক টিস্যুতে
– প্রাণিদেহের দেহকোষে
– নিম্নশ্রেণির প্রাণী ও উদ্ভিদের অযৌজ জননের সময়
৪৯। মাইটোসিসের বৈশিষ্ট্য হলো-
– নিউক্লিয়াস একবার বিভাজিত হয়
– মাতৃকোষ ও অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা সমান হয়
৫০। ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায় কোন বিভাজনে?
– মিয়োসিস
৫১। ব্যাকটেরিয়ায় কোন ধরনের কোষ বিভাজন ঘটে?
– অ্যামাইটোসিস
৫২। নিউক্লিয়াসের বিভাজনকে কী বলা হয়?
– ক্যারিওকাইনেসিস
৫৩। মাইটোসিসে সাইটোপ্লাজমের বিভাজনকে কী বলে?
– সাইটোকাইনেসিস
৫৪। প্রোফেজ দশাতে-
– নিউক্লিয়াস আকারে বড় হয়
– ক্রোমোজোম হতে ক্রোমাটিড গঠিত হয়
৫৫। মাইটোসিসের কোন দশাতে মাকু আকৃতির তন্তুর আবির্ভাব ঘটে?
– প্রো-মেটাফেজ
৫৬। নিউক্লিক এসিড কয় ধরনের?
– ২
৫৭। ক্যারিওকাইনেসিস কয় ধাপে বিভক্ত?
– ৫
৫৮। জাইগোটের ক্রোমোজোম সংখ্যার অবস্থা কিরূপ?
– ডিপ্লয়েড
৫৯। হ্যাপ্লয়েড জীবের জাইগোটে বিভাজন হয় কোথায়?
– মিয়োসিস
৬০। বংশগতি ধারা সম্পর্কে প্রথম সঠিক ধারণা প্রদান করেন কে?
– মেন্ডেল
৬১। নিচের কোনটিকে বংশগতির ভৌত ভিত্তি বলা হয়?
– ক্রোমোজোম
৬২। উঘঅ এর পূর্ণ নাম কী?
– ডি অক্সিরাইবো নিউক্লিক এসিড
৬৩। ক্রোমোজোমকে বংশগতির ভৌতভিত্তি বলার কারণ-
– বংশগতির ধারা অক্ষুণ্ন রাখে
– জিনকে পরবর্তী বংশধরে নিয়ে যায়
৬৪। মানব জননকোষে কতটি ক্রেমোজোম থাকে?
– ২৩টি
৬৫। কোন ধাপে নিউক্লিয়ার পর্দা সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়?
– প্রো-মেটাফেজ
৬৬। বংশগতির ধারা সম্পর্কে সঠিক ধারণা দেন কে?
– গ্রেগর জোহান মেন্ডেল
৬৭। অ্যানাফেজ দশায় ক্রোমোজোমের আকৃতি কেমন হয়?
–
৬৮। নিচের কোনটি বংশগতির ধারক ও বাহক?
–
৬৯। কোন কোষে মাইটোসিস ঘটে?
– পাতা
৭০। বীজ থেকে চারাগাছ তৈরি কোন বিভাজনের মাধ্যমে হয়?
– মাইটোসিস
৭১। কোনটিতে মাইটোসিস কোষ বিভাজন ঘটে?
– ঝিনুক
৭২। মাইটোসিস প্রক্রিয়া সংঘটিত হয়?
– উন্নত শ্রেণির প্রাণিদেহে
– নিম্নশ্রেণির প্রাণীর অযৌন জননকালে
– উদ্ভিদের ভাজক টিস্যুতে
৭৩। সপুষ্পক উদ্ভিদে মিয়োসিস ঘটে-
– পরাগধানীতে
– ডিম্বকে
৭৪। মিয়োসিস কোষ বিভাজনে মাতৃকোষ ও অপত্য কোষের ক্রোম সংখ্যার অনুপাত কত?
-২ ঃ ১
৭৫। মাইটোসিস বিভাজনের কোন ধাপে ক্রোমোজোমগুলো সর্বাধিক খাটো ও মোটা হয়?
– মেটাফেজ
৭৬। কোন ধাপে অ্যাস্ট্রার রশ্মির আবির্ভাব ঘটে?
– প্রো-মেটাফেজ
৭৭। টেলোফেজ দশাতে নিচের কোনটি সৃষ্টি হয়?
– সাইটোকাইনেসিস
৭৮। কয়টি হ্যাপ্লয়েড কোষের মিলনের ফলে ডিপ্লয়েড অবস্থা সৃষ্টি হয়?
– ২টি
৭৯। প্রজাতির বৈশিষ্ট্য রক্ষায় কোন কোষ বিভাজন মূল ভূমিকা পালন করে?
– মিয়োসিস
৮০। মানুষের চোখের রং নিয়ন্ত্রণ করে কোনটি?
– ডিএনএ
৮১। ডিএনএ কী?
– নিউক্লিক এসিড
৮২। অ্যামাইটোসিস কোষ বিভাজন সংঘটিত হয়-
-ব্যাকটেরিয়ায়
– ছত্রাকে
– অ্যামিবায়
৮৩। মাইটোসিস প্রক্রিয়ার ফলে-
– উদ্ভিদ ও প্রাণীর প্রজনন ঘটে
– ১০টি কোষ থেকে ২০টি কোষ সৃষ্টি হয়
৮৪। প্রো-মেটাফেজ ধাপে সংঘটিত হয়-
– নিউক্লিওলাসের বিলুপ্তি সম্পন্ন হয় না
– নিউক্লিয়ার পর্দা বিলুপ্ত হয়
৮৫। মাইটোসিস প্রক্রিয়া সংঘটিত হয়-
– সপুষ্পক উদ্ভিদের পরাগধানীতে
– ভ্রুণ মুকুলে
৮৬। কোথায় মিয়োসিস কোষ বিভাজন হয়?
– পরাগধানীতে
৮৭। ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার দুই ভাগে বিভক্ত হয় কোন ধাপে?
– অ্যানাফেজ
৮৮। মিয়োসিস কোষ বিভাজনে-
– ক্রোমোজোম একবার বিভাজিত হয়
– নিউক্লিয়াস দুইবার বিভাজিত হয়
– ক্রোমোজোম অর্ধেক হয়ে যায়
৮৯। কোনটি মাইটোসিস কোষ বিভাজনের স্বল্পস্থায়ী ধাপ?
– প্রো-মেটাফেজ
৯০। ঈস্টে কোন ধরনের কোষ বিভাজন হয়?
– অ্যামাইটোসিস
৯১। মাইটোসিস কোষ বিভাজনের কোন ধাপটি দীর্ঘস্থায়ী?
– প্রোফেজ
৯২। সপুষ্পক উদ্ভিদের কোথায় মিয়োসিস ঘটে?
– পরাগধানী
৯৩। জিন নিয়ন্ত্রণ করে-
– মানুষের চোখের রং
– চুলের প্রকৃতি
– চামড়ার রং
৯৪। বীজ থেকে চারাগাছ তৈরিতে দেহকোষে কোন ধরনের বিভাজন ঘটে?
– মাইটোসিস
৯৫। ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার দুই ভাগে বিভক্ত হয় কোন ধাপে?
– প্রোফেজ
৯৬। প্রতিটি ক্রোমোজোম লম্বালম্বি বিভক্ত হয়ে কী গঠন করে?
– ক্রোমোটিভ
৯৭। ক্রোমোজোমগুলো কোন ধাপে স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চলে আসে?
– মেটাফেজ
৯৮। নিউক্লিয়াসের বিভাজন-
– প্রথম পর্যায়ে শুরু হয়
– ক্যারিওকাইনেসিস
৯৯। প্রো-মেটাফেজ দশাতে-
– নিউক্লিওলাস বিলুপ্ত হয়
– স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হয়
১০০। কোন ধাপে ক্যারিওকাইনেসিসের সমাপ্তি ঘটে?
– টেলোফেজ
১০১। সাইটোকাইনেসিসে কোষ পর্দার খাঁজ কতটুকু বিস্তৃত হয়?
– নিরক্ষীয় তল
১০২। কোষ বিভাজনের কোন পর্যায়ে নিউক্লিয়াসের আকার বড় হয়?
– প্রো-মেটাফেজ
১০৩। মানুষের চামড়ার রং নিয়ন্ত্রণ করে কোনটি?
– ডিএনএ
১০৪। মিয়োসিস কোষ বিভাজনের একটি কোষ থেকে কয়টি কোষের সৃষ্টি হয়?
– ৪টি
১০৫। মাইটোসিস বিভাজনের কোন ধাপে অপত্য ক্রোমোজোম সৃষ্টি হয়?
– অ্যানাফেজ
১০৬। মাইটোসিস কেন্দ্রিকার বিভাজন কয় ধাপে সম্পন্ন হয়?
– ৫
১০৭। কোনটিতে ডি.এন.এ থাকে না?
– টি.এম.ভি.
১০৮। মিয়োসিস বিভাজনের মাধ্যমে-
– ক্রোমোজোম একবার বিভাজিত হয়
– জননকোষে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়
১০৯। প্রোফেজ ধাপে-
– পানির বিয়োজন ঘটে
– নিউক্লিয়াস আকারে বড় হয়
১১০। অপত্য ক্রোমোজোমগুলো বিপরীত মেরুতে পৌঁছে কোন ধাপে?
– টেলোফেজ
১১১। অ্যাস্টার রশ্মির আবির্ভাব ঘটে কোন ধাপে?
– প্রো-মেটাফেজ
১১২। নিউক্লিয়াসের বিভাজন-
– প্রথম পর্যায়ে শুরু হয়
– ক্যারিওকাইনেসিস
১১৩। DNA হলো-
– ক্রোমোজোমের প্রধান উপাদান
– জিনের রাসায়নিক রূপ
নিয়মিত প্রশ্ন আপডেট করা হয়। আপডেট পেতে নিয়মিত ওয়েবসাইটে ভিজিট করুন।