পৃথিবীতে অসংখ্য বিচিত্র ছোট বড় প্রাণী বাস করে। এদের মধ্যে রয়েছে নানা রকম মিল-অমিল। বৈচিত্র্যময় প্রাণীকুলের রয়েছে আণুবীক্ষণিক প্রাণী অ্যামিবা থেকে শুরু করে বিশাল আকারের তিমি। প্রাণীর বিভিন্নতা নির্ভর করে পরিবেশের বৈচিত্রের উপর। ভিন্ন ভিন্ন পরিবেশ ও বাসস্থান প্রাণীবৈচিত্র্য ভিন্ন রকম হয়। প্রাণী জগৎ সম্পর্কে জানা অত্যন্ত কষ্টসাধ্য। সহজে সুশৃংখলভাবে বিশাল প্রাণী জগতকে জানার জন্য এর বিন্যস্তকরন প্রয়োজন। বিন্যস্ত করার পদ্ধতিকে শ্রেণীবিন্যাস বলে। শ্রেণীবিন্যাস প্রাণী জগতকে জানার পথ সহজ করে দিয়েছে।
আজকে আমরা অষ্টম শ্রেণীর বিজ্ঞান বই এর ১ম অধ্যায়ের শ্রেণীবিন্যাসের গুরুত্বপূর্ণ প্রশ্ন গুলো দেখবো এছাড়া বিগত চাকরির পরীক্ষায় যে প্রশ্ন গুলো আছে সেগুলো বারবার চর্চা করব। এগুলো ভালোভাবে আত্মস্থ করতে পারলে যেকোনো পরীক্ষায় ভালো ফল পাওয়া যাবে।
১। ঝিনুক কোন পর্বের প্রাণী?
– Mollusca
২। স্কাইফা ও হাইড্রা উভয়ই
– বহুকোষী, সুগঠিত তন্ত্রবিহীন
৩। সমুদ্র শশা কোন পর্বের প্রাণী?
– একাইনোডারমাটা
৪। কোন প্রাণীটির ত্বক শুষ্ক?
– জোঁক
৫। জিনতত্ত্বের জনক কে?
-গ্রেগর জোহান মেন্ডেল
৬। কোন প্রাণীর দেহে শিখা অঙ্গ থাকে?
– ফিতাকৃমি
৭। প্রাণিজগতের বৃহত্তম পর্ব কোনটি?
– অর্থ্রােপোডা
৮। Obelia কোন পর্বের প্রাণী?
– নিডারিয়া
৯। কোন প্রাণীর দেহে নিডোব্লাস্ট নামক বৈশিষ্ট্যপূর্ণ কোষ থাকে?
– হাইড্রা
১০। হাতুড়ি মাছের দেহে কোন ধরনের আঁইশ থাকে?
– প্লাকয়েড
১১। নিচের কোনটি শীতল রক্তবিশিষ্ট প্রাণী?
– কুনোব্যাঙ
১২। কোন পর্বের প্রাণীর হিমোসিল থাকে?
– আর্থ্রোপোডা
১৩। মুরগির বৈশিষ্ট্য কোনটি?
– চক্ষু থাকে
১৪। কোনটি প্লাটিহেলমিনথেস পর্বের প্রাণী?
– ফিতাকৃমি
১৫। কোন পর্বের পানি সংবহন তন্ত্র দেখা যায়?
– একাইনোডারমাটা
১৬। জোঁক কোন পর্বের প্রাণী?
– অ্যানেলিডা
১৭। প্লাটিপাসের বৈশিষ্ট্য কোনটি?
– মাতৃদুগ্ধ পান করে
১৮। শিকার ধরা, আত্মরক্ষা, চলন ইত্যাদি কাজে অংশ নেয় কোন কোষ?
– নিডোব্লাস্ট
১৯। প্রাণীর শ্রেণিবিন্যাসের সর্বশেষ ধাপ কোনটি?
– প্রজাতি
২০। উট কোন পর্বের প্রাণী?
– কর্ডাটা
২১। কোন প্রাণীর হিমোসিল থাকে?
– চিংড়ি
২২। কোন শ্রেণির কঙ্কাল তরুণাস্থিময়?
– কনড্রিকথিস
২৩। ইতোপূর্বে সিলেন্টারেটা নামে পরিচিত ছিল কোন পর্ব?
– নিডারিয়া
২৪। অমেরুদণ্ডী প্রাণীদের পর্ব কয়টি?
– ৮টি
২৫। কোনটি নেফ্রিডিয়া নামক অঙ্গের সাহায্যে দেহের বর্জ্য পদার্থ নিষ্কাশন করে?
– কেঁচো
২৬। কোন পর্বের প্রাণীর দেহপ্রাচীর অসংখ্যা ছিদ্রযুক্ত?
– পরিফেরা
২৭। নিচের কোনটি কনড্রিকথিস?
– করাত মাছ
২৮। কোন শ্রেণির প্রাণীদের হৃদপিণ্ড চার প্রকোষ্ঠবিশিষ্ট?
– স্তন্যপায়ী
২৯। কোন পর্বের প্রাণীরা স্পঞ্জ নামে পরিচিত?
– পরিফেরা
৩০। নিচের কোটিতে টিনয়েড আঁইশ থাকে?
– সি-হর্স
৩১। নিচের কোনটির হৃৎপিণ্ড চার প্রকোষ্ঠবিশিষ্ট?
– উট
৩২। কোন পর্বের প্রাণীরা ফুসফুসের সাহায্যে শ্বাস কার্য চালায়?
– মলাস্কা
৩৩। শ্রেণিবিন্যাসের জনক কে?
– ক্যারোলাস লিনিয়াস
৩৪। ঐুফৎধ কোন পর্বের প্রাণী?
– নিডারিয়া
৩৫। শামুক কোন পর্বের প্রাণী?
– মলাস্কা
৩৬। কোন মাছের দেহ সাইক্লোয়েড, গ্যানয়েড আঁইশ দ্বারা আবৃত?
– সি-হর্স
৩৭। কোন মেরুদণ্ডী প্রাণীটি সরীসৃপ শ্রেণিভুক্ত?
– কুমির
৩৮। দেহ নলাকার ও খণ্ডায়িত, রেচন অঙ্গ নেফ্রিডিয়া এরূপ বৈশিষ্ট্যসম্পন্ন প্রাণী কোনটি?
– কেঁচো
৩৯। কাঁকড়া কোন পর্বের প্রাণী?
– আর্থ্রোপোডা
৪০। কোন প্রাণীটি নালি পদের সাহায্যে চলাচল করে?
– তারামাছ
৪১। কোন প্রাণীর দেহ পাঁচটি সমান ভাগে বিভক্ত?
– তারামাছ
৪২। হাইড্রার দেহগহ্বর কী নামে পরিচিত?
– সিলেন্টেরন
৪৩। মানুষ কোন শ্রেণির প্রাণী?
– স্তন্যপায়ী
৪৪। কোন মাছের দেহ প্ল্যাকয়েড আঁইশ দ্বারা আবৃত?
– হাঙ্গর
৪৫। প্রাণিজগতের কোন পর্বের প্রাণীদের সংখ্যা সবচেয়ে বেশি?
– আর্থ্রোপোডা
৪৬। কোনটি উষ্ণ রক্তের প্রাণী?
– বাঘ, দোয়েল
৪৭। তারামাছ কোন পর্বের অন্তর্ভুক্ত?
– একাইনোডার্মাটা
৪৮। সাপ কোন শ্রেণিভুক্ত প্রাণী?
– সরীসৃপ
৪৯। কোন পর্বের সকল প্রাণীই সামুদ্রিক?
– একাইনোডার্মাটা
৫০। সিলেন্টেরন দেখা যায় নিচের কোন প্রাণীটিতে?
– ওবেলিয়া
৫১। কোনটি নিডারিয়া পর্বের বৈশিষ্ট্য?
– এক্টোডার্মে নিডোব্লাস্ট নামে এক বৈশিষ্ট্যপূর্ণ কোষ থাকে
৫২। স্কাইফা কোন পর্বের প্রাণী?
– পরিফেরা
৫৩। মুক্তজীবী সামুদ্রিক প্রাণীরা কিসের সাহায্যে চলাচল করে?
– নালিপদ
৫৪। কোনটি আর্থ্রোপোটা পর্বের প্রাণী?
– কাঁকড়া
৫৫। আরশোলা কোন পর্বের প্রাণী?
– আর্থ্রোপোডা
৫৬। কোনটি উভচর প্রাণীর বৈশিষ্ট্য?
– শীতল রক্তবিশিষ্ট
৫৭। কেঁচো কোন পর্বের প্রাণী?
– অ্যানেলিডা
৫৮। প্লাটিহেলমিনথিস পর্বের রেচন তন্ত্র অঙ্গ কী?
– শিখা কোষ
৫৯। অন্তঃপরজীবীর বৈশিষ্ট্য হলো-
– এক লিঙ্গ
৬০। কোন প্রাণীটি অরীয় প্রতিসম?
– তারামাছ
৬১। অদ্যবধি কত লক্ষ প্রজাতির প্রাণী আবিষ্কৃত হয়েছে?
– ১৫
৬২। কর্ডাটাকে কয়টি উপপর্বে বিভক্ত করা হয়?
– ৩
৬৩। অ্যানিম্যালিয়া জগৎকে কয়টি পর্বে ভাগ করা হয়?
– ৯
৬৪। একাইনোডার্মাটা পর্বের প্রাণী কোনটি?
– তারামাছ
৬৫। পাখিরা উড়তে পারে কারণ-
-বায়ুথলি আছে
– সামনের পা ডানায় রূপান্তরিত হয়
– হাড় শক্ত ও ফাঁপা
৬৬। শ্রেণিবিন্যাসের দ্বারা জানতে পারি-
– জীবের মধ্যকার মিল অমিল সম্পর্কে
– জীবের মধ্যকার পারস্পরিক সম্পর্ক সম্বন্ধে
৬৭। ফিতা কৃমির-
– দেহে চোষক ও আংটা থাকে
– দেহে পৌষ্টিকতন্ত্র অনুপস্থিত
৬৮। স্তন্যপায়ী প্রাণীদের বৈশিষ্ট্য-
– শিশুরা মায়ের দুধ পান করে বড় হয়
– হৃৎপিণ্ড চার প্রকোষ্ঠবিশিষ্ট
৬৯। নিডারিয়া পর্বের প্রাণীদের ক্ষেত্রে প্রযোজ্য-
– এদের সিলেন্টেরন বিদ্যমান
– এদের এক্টোডার্মে নিডোব্লাস্ট কোষ থাকে
৭০। তারামাছ ও সমুদ্র শশা উভয়েরই-
– দেহত্বক কাঁটাযুক্ত
– দেহ পাঁচটি সমান ভাগে বিভক্ত
৭১। হিমোসিল দেখা যায়-
-প্রজাপতিতে
– আরশোলায়
৭২। সরীসৃপ শ্রেণির প্রাণীরা-
-বুকে ভর করে চলে
-ত্বক শুষ্ক ও আঁইশযুক্ত
৭৩। প্রাণীর বৈজ্ঞানিক নাম-
– দুটি পদবিশিষ্ট
– ইংরেজি পদবিশিষ্ট
– ল্যাটিন পদবিশিষ্ট
৭৪। গোলকৃমি-
– অন্তঃপরজীবী
-দেখতে নলাকার
৭৫। একাইনোডারমাটা পর্বের বৈশিষ্ট্য-
– এদের দেহত্বক কাঁটাযুক্ত
– দেহ পাঁচটি সমান ভাগে বিভক্ত
৭৬। কেঁচোর বৈশিষ্ট্য-
-নেফ্রিডিয়া
– খণ্ডায়িত দেহ
৭৭। অন্য জীবের দেহাভ্যন্তরে অবস্থান করতে পারে-
– পরজীবী
– অন্তঃপরজীবী
৭৮। দ্বিপদ নামকরণ প্রবর্তন করেন কে?
– ক্যারোলাস লিনিয়াস
৭৯। জীবের বৈজ্ঞানিক নামকরণের প্রবর্তক কে?
– ক্যারোলাস লিনিয়াস
৮০। ক্যারোলাস লিনিয়াস কী ছিলেন?
– প্রকৃতিবিজ্ঞানী
৮১। Homo sapiens কোন প্রাণীর বৈজ্ঞানিক নাম?
– মানুষ
৮২। বৈজ্ঞানিক নাম কোন ভাষায় লেখা হয়?
– ল্যাটিন বা ইংরেজি
৮৩। বৈজ্ঞানিক নাম লিখা হয়Ñ
-ল্যাটিন ভাষায়
– ইংরেজি ভাষায়
৮৪। Spongilla কোন পর্বের প্রাণী?
– Porifera
৮৫। এক্টোডার্মে বৈশিষ্ট্যপূর্ণ কোষ কোনটি?
– নিডোব্লাস্ট
৮৬। কোন প্রাণীর দেহ দুটি ভ্রুণীয় কোষস্তর দ্বারা গঠিত?
– হাইড্রা
৮৭। সিলেন্টেরন কোন পর্বের বৈশিষ্ট্য?
– নিডারিয়া
৮৮। একাধারে পরিপাক ও পরিবহনের কাজ করে কোনটি?
– সিলেন্টেরন
৮৯। কোন কোষ চলন, আত্মরক্ষা ও শিকার ধরতে ব্যবহৃত হয়?
– নিডোব্লাস্ট
৯০। পরিফেরা পর্বের জন্য প্রযোজ্য হলো
– দেহ প্রাচীর অসংখ্যা ছিদ্রযুক্ত থাকে
৯১। ফিতাকৃমি কোন পর্বের উদাহরণ?
– প্লাটিহেলমিনথেস
৯২। কোন পর্বভুক্ত প্রাণীদের দেহ গহ্বর অনাবৃত?
– Nematoda
৯৩। কোন পর্বের প্রাণী উভলিঙ্গ ও অন্তঃপরজীবী?
– প্লাটিহেলমিনথিস
৯৪। নেমাথেলমিনথেস কোন পর্বের অন্য নাম?
– নেমাটোডা
৯৫। ‘সিটার’ সাহায্যে চলে নিচের কোন প্রাণী?
– কেঁচো
৯৬। মলাস্কা পর্বের প্রাণীদের শনাক্ত করার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কোনটি?
– দেহ নরম
৯৭। বায়ুথলির উপস্থিতি কোন শ্রেণির বৈশিষ্ট্য?
– আবং
৯৮। ভার্টিব্রাটা পর্বে ভ্রƒণীয় নটোকর্ড পরিণত হয়Ñ
– ভার্টিব্রাটা
৯৯। কনড্রিকথিস শ্রেণি কোন উপপর্বের অন্তর্গত?
– ভার্টিব্রাটা
১০০। সোনাব্যাঙের দেহত্বক আঁইশবিহীন, রক্ত শীতল এবং এরা পানিতে ডিম পাড়ে। সোনাব্যাঙ কোন শ্রেণির প্রাণী?
– অ্যাম্ফিবিয়া
১০১। প্রাণীজগৎকে শ্রেণিবিন্যাস বিদ্যার ভাষায় কী বলা হয়?
– কিংডম
১০২। প্রাণী শ্রেণিবিন্যাসের ধাপ ‘বর্গ’ এর ইংরেজি প্রতিশব্দ কোনটি?
– ঙৎফবৎ
১০৩। প্রাণী শ্রেণিবিন্যাসের ধাপ ‘গণ’ এর ইংরেজি প্রতিশব্দ কোনটি?
– এবহঁং
১১০। কোনটি ইউরোকর্ডাটা উপপর্বের উদাহরণ?
– অ্যাসিডিয়া
১১১। কোন পর্বের প্রাণীরা বহিঃপরজীবী ও অন্তঃপরজীবী হিসেবে থাকে?
– প্লাটিহেলমিনথেস
১১২। কোন পর্বের প্রাণীরা ফুলকার সাহায্যে শ্বসন কার্য চালায়?
– মলাস্কা
১১৩। কোন প্রাণীর দেহে শিখাকোষ থাকে?
– প্লাটিহেলমিনথেস
১১৪। বাঘের হৃদপিন্ড কয় প্রকোষ্ঠ বিশিষ্ট?
– ৪
১১৫। অস্টিকথিস প্রাণীদের মাথার দুপাশে কত জোড়া ফুলকা থাকে?
– ৪ জোড়া
১১৬। নেফ্রিডিয়া নামক রেচন অঙ্গ পাওয়া যায় কোন প্রাণীতে?
– জোঁক
১১৭। এর ক্ষেত্রে কোনটি প্রযোজ্য?
– বিজোড় পাখনা উপস্থিত
– নটোকর্ড মেরুদন্ড দ্বারা প্রতিস্থাপিত হয়
১১৮। পাখিরা উড়তে পারে, কারণ এদের-
– বায়ুথলি আছে
– সামনের পা ডানায় রূপান্তরিত হয়
– হাড় শক্ত ও ফাঁপা
১১৯। নিডারিয়া হলোÑ
– এককোষী
– ডিপ্লোব্লাস্টিক
১২০। যকৃৎ কৃমির দেহÑ
– কিউটিকল দ্বারা আবৃত
– চ্যাপ্টা
১২১। প্রাণীদের দেহে উপস্থিত-
– নটোকর্ড
– ফাঁপা মেরুরজ্জু
১২২। ক্যারোলাস লিনিয়াস একজন-
– প্রকৃতি বিজ্ঞানী
১২৩। বৈজ্ঞানিক নাম কোন ভাষায় লিখতে হয়?
– ল্যাটিন
১২৪। স্পঞ্জিলার পুষ্টি অঙ্গ কোনটি?
– দেহপ্রাচীর
১২৫। নিডারিয়া পর্বের আদি নাম কী?
– প্লাটিহেলমিনথিস
১২৬। সন্ধিপদী প্রাণীদের-
-মাথায় পুঞ্জাক্ষি থাকে
– দেহে হিমোসিল বিদ্যমান
– শক্ত দেহ আবরণী রয়েছে
১২৭। স্পঞ্জিলার প্রধান বৈশিষ্ট্য হলোÑ
– সরলতম বহুকোষী
– কলোনীজীবী
১২৮। নিডারিয়া পর্বের প্রাণীদের-
– পরিবহন ও সংবহন অঙ্গ নেই
-সিলেন্টেরন রয়েছে
১২৯। যকৃতকৃমির দেহ-
– শিখা কোষবিহীন
– চ্যাপ্টা
১৩০। নটোকর্ড হলো একটি-
– বৃত্তাকার অঙ্গ
– অখণ্ডায়িত অঙ্গ
১৩১। উভচর প্রাণীদের ত্বক-
-নরম
– পাতলা
– গ্রন্থিযুক্ত
১৩২। হাইড্রার দেহগহ্বর কী নামে পরিচিতি?
– সিলেন্টেরন
১৩৩। কোন পর্বের প্রাণীরা ‘স্পঞ্জ’ নামে পরিচিত?
– পরিফেরা
১৩৪। সিটা কোনটির চলনাঙ্গ?
-কেঁচো
১৩৫। একাইনোডারমাটা পর্বের বৈশিষ্ট্য-
– এদের দেহত্বক কাঁটাযুক্ত
নিয়মিত প্রশ্ন আপডেট করা হয়। আপডেট পেতে নিয়মিত ওয়েবসাইটে ভিজিট করুন।