প্রতিযোগিতামূলক পরীক্ষায় বিভাগ ও জেলা থেকে প্রশ্ন হয়ে থাকে। অনেক কষ্ট করেও ৬৪ জেলা কে অনেকে মনে রাখতে পারেন না। এই পোস্টটি সেই সমস্যার অবসান হতে চলেছে। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক।
ঢাকা বিভাগ :
কিগো শরিফের মামু রানা গাজীর টাকা তো ঢাকার সিন্ধুকে।
১.কি=কিশোরগঞ্জ
২.গো=গোপালগঞ্জ
৩.শরি=শরিয়তপুর
৪.ফের=ফরিদপুর
৫.মা=মাদারীপুর
৬.মা=মানিকগঞ্জ
৭.মু=মুন্সিগঞ্জ
৮.রা=রাজবাড়ী
৯.না=নারায়ণগঞ্জ
১০.গাজীর=গাজীপুর
১১.টাকা=টাঙ্গাইল
১২.ঢাকার =ঢাকা
১৩.সিন্ধুকে=নরসিংদী
বরিশাল বিভাগ:
পপির বর ঝাল ভালোবাসে।
১.প=পটুয়াখালী
২.পি=পিরোজপুর
৩.বর=বরিশাল
৪.বর=বরগুনা
৫.ঝাল=ঝালকাঠি
৬.ভালোবাসে=ভোলা
চট্টগ্রাম বিভাগ:
কুমিল্লার ব্রাহ্মণ লক্ষীকে চাঁদে নেয়, ফাহিম চকবার আইসক্রিম খায়।
১.কুমিল্লার=কুমিল্লা
২.ব্রাহ্মণ=ব্রাহ্মণবাড়িয়া
৩.লক্ষীকে=লক্ষীপুর
৪.চাঁদে=চাঁদপুর
৫.নেয়=নোয়াখালী
৬.ফাহিম=ফেণী
৭.চ=চট্টগ্রাম
৮.ক=কক্সবাজার
৯.বা=বান্দরবন
১০.রা=রাঙ্গামাটি
১১.খায়=খাগড়াছড়ি
রাজশাহী বিভাগ:
নাসির চাপাবাজ।
১.না=নওগাঁ
২.না=নাটোর
৩.সি=সিরাজগঞ্জ
৪.র=রাজশাহী
৫.চা=চাঁপাইনবাবগঞ্জ
৬.পা=পাবনা
৭.বা=বগুড়া
৮.জ=জয়পুরহাট
খুলনা বিভাগ:
মা, মেয়ে ঝিনুক সহ বাঘ খুন করে নড়াইয়া চলে যায়।
১.মা=মাগুরা
২.মেয়ে=মেহেরপুর
৩.ঝিনুক=ঝিনাইদহ
৪.সহ=সাতক্ষীরা
৫.বাঘ=বাঘেরহাট
৬.খুন=খুলনা
৭.করে=কুষ্টিয়া
৮.নড়াইয়া=নড়াইল
৯.চলে=চুয়াডাঙ্গা
১০.যায়=যশোর
সিলেট বিভাগ:
হবি মৌলভীর সুনাম ছিল।
১.হবি=হবিগঞ্জ ২.মৌলভীর=মৌলভীবাজার
৩.সুনাম=সুনামগঞ্জ
৪.ছিল=সিলেট
রংপুর বিভাগ:
পঞ্চ ঠাকুরের লাল-নীল রঙের কুড়ি দিনা গাভী আছে।
১.পঞ্চ=পঞ্চগড়
২.ঠাকুরের=ঠাকুরগাঁও
৩.লাল=লালমনিরহাট
৪.নীল=নীলফামারী
৫.রঙের=রংপুর
৬.কুড়ি=কুড়িগ্রাম
৭.দিনা=দিনাজপুর
৮.গাভী=গাইবান্ধা
ময়মনসিংহ বিভাগ:
নেত্রকোনার জাম সেরা।
১.নেত্রকোনার=নেত্রকোনা
২.জা=জামালপুর
৩.ম=ময়মনসিংহ
৪.সেরা=শেরপুর।
পোস্টটি ভালো লাগলে ফেসবুকের টাইমলাইনে শেয়ার করে রাখুন।
বিশেষ দ্রষ্টব্য: এই ওয়েবসাইটের কোনো কনটেন্ট অন্য কোন ওয়েবসাইটে প্রকাশ করা দণ্ডনীয় অপরাধ। ইতিমধ্যে থানায় একটি জিডি করা হয়েছে। কেউ এই ওয়েবসাইটের কনটেন্ট কপি করে নিজের নামে চালিয়ে দিলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।