বাংলাতে ভাল করতে হলে আপনাকে ব্যাকরণে ভাল করতে হবে। আপনারা এখন থেকেই মুনীর চৌধুরীর যে বাংলা ব্যাকরণ বইটা আছে ওটা থেকে সিলেবাস অনুযায়ী যে যে টপিকগুলো আছে ওইগুলো ভাল করে পড়ে নেন অথবা টপিকগুলো আলাদা কোন খাতায় নোট করে নেন। যেমন যতগুলো সন্ধি বা সমাস দেওয়া আছে তা অাপনি একটি খাতায় লিখে নেন এবং ওইগুলোই নিয়মিত ভাল করে পড়বেন এবং তাছাড়া নোট করলে পরীক্ষার সময় রিভিশন দেওয়া সহজ হবে৷ বিশ্বাস করুন এই বই থেকেই নিয়মিত ১০-১২ প্রশ্ন থাকে পরীক্ষায়। যারা ভাল করে খুটিনাটি পড়বেন বইটার তারাই নিঃসন্দেহে ভাল করবেন । ১৫ টা থেকে ১৫ টা আপনি পারবেন না। তাই ৩ টা অানকমন প্রশ্নের জন্য কমন ১২ প্রশ্ন মিস করা ভাল হবে না। অর্থাৎ ৩ টা আনকমন প্রশ্ন কোথায় থেকে আসছে এটা খুঁজে খুঁজে সময় নষ্ট করবেন না বরং যে ১২ টা প্রশ্ন যেখান থেকে আসছে ওইগুলো পড়েন। আর ব্যাকরণে অাপনি টার্গেট করবেন যেন আপনার ১৫ এর মধ্যে ১০/ ১২ থাকে। কখনোই ১৫ থেকে ১৫ পাবেন না এটা নিশ্চিত থাকেন।
সাহিত্য
এটা দুইভাগে আসবে ৫+১৫ = ২০
প্রাচীন ও মধ্য যুগের মিলিয়ে ৫ আর আধুনিক যুগ থেকে আসবে ১৫।
এখন যে প্রাচীন ও মধ্যযুগ থেকে ৫ আসবে এখানে অাপনি চাইলে ৫ এ ৫ বা ৪ পেতে পারেন এবং রিটেনেও এই অংশ থেকে ৩/৪ টি প্রশ্ন থাকে। তাই এই অংশটুকু খুব ভালভাবে পড়বেন। এটা সাহিত্য জিজ্ঞাসা বই এবং লাল নীল দীপাবলি বই থেকে পড়লে ইনশাআল্লাহ সব কমন পাবেন।
আধুনিক যুগ
এই ১৫ থেকে ২/৩ টা প্রশ্ন আসবে মুক্তিযুূদ্ধ ও ভাষা আন্দোলন রিলেটেড গল্প, উপন্যাস ও নাটক। তাই মুক্তি যুদ্ধ ও ভাষা আন্দোলন সম্পর্কে যা আছে ভাল করে যে কোন গাইড থেকে পড়ে নেন। মনে রাখবেন রিটেনে ১/২ টা আসবে এই বিষয়ে।
বিভিন্ন নাটক ও উপন্যাসের নায়ক নায়িকা সম্পর্কে ১/২ টা আসবে তাই বিখ্যাত কতগুলো উপন্যাস ও নাটকের নায়ক নায়িকার নাম গুলো খাতায় লিখে এখন থেকে নিয়মিত পড়েন রিটেনেও কাজে আসবে।
আর বাকী ১০ এর মধ্যে ৭/৮ প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুর, জসিমউদদীন, কাজী নজরুল ইসলাম, শরৎচন্দ্র ইত্যাদি ২০/২৫ জন বিখ্যাত লেখকের কর্ম থেকে অাসবে। তাই এখন থেকে পিএসসি উল্লেখিত ১২ জন সাহিত্যিকসহ ২০/২৫ জনের লেখা বিভিন্ন গল্প, উপন্যাস, এবং কার কোন প্রথম রচনা এগুলো ভাল করে পড়ে নেন দেখবেন কমন পেয়ে যাবেন। এগুলো নোট করে পড়তে পারলে রিটেনেও আপনার অনেক উপকারে আসবে।
বাকী ২/৩ টা প্রশ্ন কিছু অপরিচিত সাহিত্যিকের কর্ম থেকে অাসবে। তাই এই ২/৩ আনকমন প্রশ্নের পিছনে না সময় নষ্ট করে কমন ১৭/১৮ নাম্বারের পিছনে সময় দেন দেখবেন সফল হবেন ইনশাআল্লাহ। আর সাহিত্য থেকে অাপনার টার্গেট থাকবে ১৫/১৬ টা। কখনোই ২০ টা থেকে ২০ টা কমন পাবেন না।
তাই বাংলাতে আপনার টার্গেট ১০/১২+১৫/১৬= ২৫ /২৮ এর বেশি না। সবার জন্য শুভ কামনা রইল।
এস.এম. আলাউদ্দিন মাহমুদ
জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট