৪১তম বিসিএস এর সার্কুলার প্রকাশিত হয়েছে এবং এবার আবেদনের জন্য সময় কম দিয়েছে বিগত বছরের তুলনায়। পরীক্ষার সম্ভাব্য তারিখ দিয়েছে জুন, ২০২০ এ। ৪১তম বিসিএস পরীক্ষার্থীদের জন্য বইয়ের লিস্ট দেওয়া হল। আজ থেকেই পড়া শুরু করে দেন যদি সফল হতে চান৷
বাংলার জন্য
সৌমিএ শেখর স্যারের সাহিত্য জিজ্ঞাসা ( এই বই থেকে সাহিত্যের অংশটুকু এবং সিলেবাসে ব্যাকরণের যে টপিক আছে ওইগুলো পড়বেন)ওরাকল প্রিলিমিনারী গাইড। লাল নীল দীপাবলি ( দাগিয়ে দাগিয়ে পড়বেন এই বইটা) নাইন টেনের বোর্ডের Grammar বই থেকে সিলেবাসে যে টপিকগুলো আছে ওইগুলো পড়বেন বেশি করে।
ইংরেজী সাহিত্যের জন্য
শরীফ হোসাইন চৌধুরীর এর A hand book on English literature. এবং Competitive exam book by Fazlul Haque ও P C Das এর গ্রামার বইটা পড়বেন।
বাংলাদেশ ও আর্ন্তজাতিক বিষয়াবলির জন্য
নতুন বিশ্ব ( এই বই থেকে সিলেবাস অনুযায়ী পড়বেন সব পড়তে হবে না) এবং কারেন্ট অ্যার্ফেয়াস ( শুধু গুরুত্বপূর্ণ ঘটনাগুলো পড়বেন সাথে চিন ও ভারত নিয়ে দুইটা পাতা থাকে তা পড়বেন মনোযোগ দিয়ে)
বিজ্ঞান এর জন্য
ওরাকল প্রিলিমিনারী গাইড এবং Mp3 পড়বেন।
কম্পিউটার এর জন্য
ঈজি কম্পিউটার এবং ইন্টারের মুজিবুর রহমানের আইসিটি বইটা পড়বেন ( সিলেবাসে যে টপিক আছে ওইগুলো পড়বেন)
গনিতের জন্য
প্রফেসর প্রিলিমিনারী গাইড বই থেকে অনুশীলন করবেন।
মানসিক দক্ষতার জন্য
Assurance মানসিক দক্ষতা গাইডটা পড়বেন (বিশেষ করে ২৭তম থেকে ৪০তম রিটেনের প্রশ্নগুলো ভাল করে পড়বেন সাথে বিগত সালের প্রিলিমিনারীর প্রশ্নগুলোও সমাধান করতে হবে )
ভুগোল ও সুশাসন এর জন্য
Assurance এর ভুগোল ও সুশাসন গাইডটা পড়বেন। এবং সাথে Assurance প্রশ্নব্যাংক থেকে ১০ম থেকে ৪০তম প্রিলিমিনারী প্রশ্নগুলো ভালভাবে পড়বেন। ডাইজেস্ট পড়বেন Assurance এর। এইগুলো পড়েন ইনশাআল্লাহ ১০০% টিকবেন। মনে রাখবেন বই বেশি কিনলেই পাস করা যায় না। সঠিকভাবে কম বই পড়েই প্রিলি পাস করা যায়। সবার জন্য শুভ কামনা রইল।
এস.এম.আলাউদিন মাহমুদ
জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট