জীবের সমন্বয় একটি অতীব গুরুত্বপূর্ণ বিষয়। প্রাণীর মত উদ্ভিদের বিভিন্ন কাজের মধ্যে সমন্বয় প্রয়োজন হয়। জীবের বৃদ্ধি পর্যন্ত বংশ বিস্তার, অনুভূতি গ্রহণ ও প্রতিক্রিয়ার সৃষ্টি ইত্যাদি বৈশিষ্ট্য রয়েছে। উদ্ভিদের এই কাজগুলো করার জন্য হরমোনের গুরুত্ব অপরিসীম। এক্ষেত্রে প্রাণীর মতো উদ্ভিদের আলাদা কোন তন্ত্র থাকে না। নিম্নশ্রেণির ব্যতীত উচ্চশ্রেণীর প্রাণীর দেহে বিভিন্ন জৈবিক কার্যাদি সম্পাদনের জন্য নির্দিষ্ট তন্ত্র থাকে। দেহের বিভিন্ন অঙ্গের মধ্যে সংযোগ সাধন এবং এদের কাজের মধ্যে সমন্বয় সাধন করে উদ্দীপনায় সাড়া দিয়ে পরিবেশের সাথে সম্পর্ক রক্ষা করে স্নায়ুতন্ত্র।
আজকে আমরা অষ্টম শ্রেণীর বিজ্ঞান বই এর পঞ্চম অধ্যায় এর সমন্বয় ও নিঃসরণের গুরুত্বপূর্ণ বিগত চাকরির পরীক্ষায় আসা প্রশ্ন গুলো দেখবো। এই প্রশ্নগুলি ভালভাবে চর্চা করতে পারবেন যেকোনো পরীক্ষায় ভালো ফল পাওয়া যাবে।
১। মস্তিষ্কের কোন অংশটি হৃদস্পন্দন ও খাদ্য গ্রহণ করে?
– মেডুলা
২। কোন হরমোনটি পত্র মুকুলকে পুষ্পু মুকুলে পরিণত করে?
– ফ্লোরিজেন
৩। মানব মস্তিষ্কের সবচেয়ে উন্নত অংশ-
– গুরুমস্তিষ্ক
৪। মস্তিষ্কের আবরণ সৃষ্টিকারী পর্দার নাম কী?
– মেনিনজেস
৫। ইথিলিন হরমোন কোন ধরনের পদার্থ?
– গ্যাসীয়
৬। পিপড়া কামড় দিলে আমরা সাথে সাথে বুঝতে পারি। নিচের কোনটি এক্ষেত্রে মাধ্যমে হিসেবে কাজ করে?
– নিউরন
৭। মস্তিষ্ক ও মেরুরজ্জুর সংযোগকারী অংশ কোনটি?
– মেডুলা
৮। বৃদ্ধি প্রতিবন্ধক হরমোন-
– অ্যাবসিসিক
– ইথিলিন
৯। জিব্বেরেলিন উদ্ভিদের কোন অংশ দেখা যায়?
– চারা গাছ
– বীজপত্রে
– পত্রের বর্ধিষ্ণু অঞ্চলে
১১। মেডুলার কাজ-
– হৃদস্পন্দন নিয়ন্ত্রণ
– শ্বসন নিয়ন্ত্রণ
১২। কোন বিজ্ঞানী অক্সিন আবিষ্কার করেন?
– ডারউইন
১৩। ইথিলিনের কাজ কী?
– ফল পাকানো
১৪। অ্যাক্সন ডেনড্রনের সাথে কোথায় মিলিত হয়?
– সাইন্যাপসে
১৫। নাইট্রোজেন ঘটিত বর্জ্য নিষ্কাশনে মানবদেহের কোন অঙ্গটি প্রধান ভূমিকা রাখে?
– বৃক্ক
১৬। কৃত্রিম অঙ্গজ প্রজনন হয় কোনটিতে?
– আম
১৭। নিচের কোনটি বৃদ্ধি প্রতিবন্ধক হিসেবে কাজ করে না?
– অক্সিন
১৮। নিউরনে কোনটি থাকে না?
– সেন্ট্রিওল
১৯। কোনটি ছোট দিনের উদ্ভিদ?
– চন্দ্রমল্লিকা
২০। নাইট্রোজেনঘটিত বর্জ্য পদার্থ কিডনীর মাধ্যমে বের হয়-
– অ্যামোনিয়া
– ইউরিয়া
– ইউরিক এসিড
২১। নিচের কোনটি উদ্ভিদের ফুল ফোটাতে সাহায্য করে?
– ফ্লোরিজেন
২২। চারাগাছের বিকৃত বৃদ্ধি দেখা যায় কোন হরমোনের প্রভাবে?
– ইথিলিন
২৩। লঘুমস্তিস্কের কয়টি অংশ থাকে?
– তিনটি
২৪। মস্তিষ্কের বোঁটা বলা হয় কোনটিকে?
– মেডুলা
২৫। মানুষের দর্শন, ম্রবণ ও চলাচলের ক্রিয়াকেন্দ্র—–
– গুরুমস্তিষ্ক
– লঘুমস্তিষ্ক
২৬। নিচের কোনটি প্রতিবর্ত চক্রের সাথে সম্পর্কিত?
– অনুভূতি
২৭। হাতের চামড়ায় পিন ফোটা মাত্র কোন স্নায়ুতন্ত্র পিন ফোটার যন্ত্রণা গ্রহণ করে?
– অনুভূতিবাহী
২৮। অ্যামাইনো এসিড ভেঙ্গে উৎপন্ন হয়—-
– ইউরিয়া, অ্যামোনিয়া
– ইউরিক এসিড, ইউরিয়া
২৯। কোনটিতে মূত্র উৎপাদনের কারখানা বলা হয়?
গ) কিডনি
৩০। মানবদেহে দীর্ঘতম কোষ নিচের কোনটি?
– নিউরন
৩১। মস্তিষ্কের নিচের অংশের নাম কী?
– মেডুলা
৩২। নিউরনের কোনটি অনুপস্থিত?
– সেন্ট্রিওল
৩৩। আমাদের নিঃশ্বাসের বায়ুতে শতকরা কতভাগ কার্বন ডাই-অক্সাইড থাকে?
– ৪
৩৪। আমাদের দেহে শতকরা কতভাগ পানি?
– ৬০-৭০
৩৫। ফ্লোরিজেন নামক হরমোনের ক্ষেত্রে প্রযোজ্য—-
– পত্রে উৎপন্ন হয়
– পত্রমূলে স্থানান্তরিত হয়
– পত্র মুকুল পুষ্পমূকুলে পরিণত হয়
নিয়মিত প্রশ্ন আপডেট করা হয়। আপডেট পেতে নিয়মিত ওয়েবসাইটে ভিজিট করুন।