স্পোকেন ইংলিশ, কমবেশি সবার মধ্যেই এটি ফোবিয়ার মতো কাজ করে, বিশেষ করে কলেজ/বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের। সবার একটাই মাথা ব্যাথা কিভাবে স্পোকেন ইংলিশ এ ভালো করা যায়!! অনেকেই যথাযথ পথনির্দেশনার অভাবে গাদাগাদা বই পড়ে আবার অনেকেই কোচিং সেন্টার নামক ব্যবসা প্রতিষ্ঠানে টাকা ঢেলে বসেন।আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি।আমিও স্পোকেন ইংলিশ কোর্স করেছি তাও আবার চট্রগ্রামের সেরা প্রতিষ্ঠানে।শেখার কিছু পাইনি বললে ভুল হবে।শেখার অনেককিছুই পেয়েছি কিন্তু সেগুলো আমার স্পোকেন ইংলিশ এর বিন্দুমাত্র পরিবর্তন ঘটায়নি। তবে তাদের চ্যাট ক্লাব কিন্তু বড় একটি প্ল্যাটফর্ম প্র্যাকটিস করার।
ইংরেজি তে সবাই আমরা কথা বলতে চাই। সেই আশাই অনলাইনে খুজি। হাজার টিপস এর ভিড়ে নিজের ইংরেজি শিখার চাওয়া টায় মরে যায়।কখনো কি ভেবে দেখেছেন,বাংলা কিভাবে শিখেছেন?প্রথমে শুনেছেন তারপর একটু একটু বলেছেন তারপর লিখেছেন।এবার এই একই টিপস ফলে করে সেটা ইংরেজি শিখার ক্ষেত্রে এপ্লাই করেন।
সবচেয়ে ভালো হয় আপনি নিজেই যদি নিজের পথপ্রদর্শক হয়ে যান। আমার নিজেরও স্পোকেন ইংলিশ এ এখনো অনেক ঘাটতি রয়েছে।আমি যদি চেষ্টা করতাম তাহলে আরও ভালো কিছু হয়তো আমার জন্য অপেক্ষা করছে।কিন্তু আপাতত যতটুকুই স্পোকেন ফ্লুয়েন্সি এনেছি সবটাই আমার নিজের চেষ্টা। নিজের প্রচেষ্টার কিছু টিপস তুলে ধরছিঃ
টিপস-১ঃ বেশি বেশি ভোকাবলারি স্টক করুন।প্রতিদিন ১০ টি ওয়ার্ড স্টক করলে ৩০ দিনে আপনার স্টক হবে ৩০০ টি ওয়ার্ড,এবং একবছরে আপনার স্টক ৩৬০০।শুধু ১০ টি স্টক করলেই হবেনা।পূর্বের গুলো সহ রিভাইজ দিন।
টিপস-২ঃ শব্দ করে পড়ার অভ্যেস গড়ে তুলুন।অনেকেই বলে শব্দ করে পড়া শিশুসুলভ আচরণ।কিন্তু আপনি জানেন কি শব্দ করে পড়ার সুবিধা কতটুকু? শব্দ করে পড়লে সেটা আপনার কানে শুনতে পান,মস্তিষ্কে স্টক হয়, আপনার উচ্চারণ সুন্দর হবে, জিহ্বায় আড়ষ্টতা চলে যাবে।অপরদিকে নিঃশব্দে পড়লে শুধুমাত্র একটিই ফলাফল, তা শুধু আপনার মস্তিষ্কেই স্টক হবে অন্য কোন সুবিধা পাবেননা।
টিপস-৩ঃ দুটো ডিকশনারি ব্যবহার করুন,ইংলিশ টু বাংলা & বাংলা টু ইংলিশ ; এবং ইংলিশ টু ইংলিশ। আমি ব্যবহার করেছি Oxford dictionary, Marium webster, Bangla Dictionary.
টিপস-৪ঃডিকশনারিতে যে ওয়ার্ড টাই শিখবেন ওটার pronunciation শুনে নিবেন কয়েকবার। সাথে নিজেও উচ্চারণ করবেন বেশ কয়েকবার। তাহলেই আপনার Fluency বাড়বে।
টিপস-৫ঃ ইংলিশ পত্রিকা পড়ার চেষ্টা করুন। প্রথমে খুব কষ্ট হবে।কিন্তু পরবর্তী তে সেটা কমে আসবে। Daily Star পড়তে পারেন ওখানের ভাষা সুন্দর, সাবলীল। পাশাপাশি বিভিন্ন আর্টিকেল, ম্যাগাজিন,বিদেশী রাইটারের বই পড়তে পারেন।আপনি যদি ইংরেজি সাহিত্যের স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে তো কথাই নেই। এটা আপনার প্লাস পয়েন্ট। আর যারা ইংরেজি সাহিত্যের নয় তারা চাইলে পরিচিত কারও থেকে সাজেস্ট নিতে পারেন অথবা যেকোন বই পড়তে পারেন।প্রথমদিকে চেষ্টা করবেন গল্প টাইপ বই পড়তে।তাহলে একঘেয়েমি আসবেনা।
টিপস-৬ঃ আয়নার সামনে দাড়িয়ে প্র্যাকটিস করুন বারংবার। চাইলে মোবাইল রেকর্ড করেও শুনতে পারেন।
টিপস-৭ঃযে ওয়ার্ডগুলো শিখলেন সব নোট ডাউন করবেন। চেষ্টা করবেন প্রতিটা ওয়ার্ড দিয়ে কমপক্ষে তিনটি করে বাক্য লিখার ইংলিশে। ভুল হতেই পারে, ভুল করতে করতেই শিখবেন।
টিপস-৮ঃ চেষ্টা করবেন কারও সাথে ইংলিশে conversation করার।যদি সেটা পারেন আপনার সবচেয়ে বেশিই সুবিধা হবে।মনে রাখবেন Chat club কিংবা dialogue এর বিকল্প নেই। আপনার যদি সে সুযোগ না থাকে তাহলে ম্যাসেঞ্জার,হোয়াটসএপ এ বন্ধুর সাথে ইংলিশ এ কনভারসেশন করতে পারেন।