৪০তম প্রিলি উত্তীর্ণ প্রার্থীরা যা করবেন।
#কী করবেন?
১. প্রথমেই বলি, প্রিলি টিকে ভাব ধরে লাভ নাই। শেষ পর্যন্ত চাকুরি না হলে ফলাফল শূন্যই। এমনও হতে পারে আপনি আর কোন প্রিলিই টিকলেন না। আমি একজনকে চিনি যিনি প্রথম বর্ষ থেকে টানা পড়ে ৫/৬ বার প্রিলি দিয়ে মাত্র একবার টিকেছে।
২. আপনি আর প্রিলি নাও টিকতে পারেন এমন ভেবে লিখিত প্রস্তুতিতে কোনো ঘাটতি রাখবেন না। ছোট খাটো সব কাজ বাদ দিন। দরকার হলে লোন করে বসে বসে ৩/৪ মাস পড়ুন। মনে রাখবেন ২৪ ঘণ্টার মধ্যে ৬ ঘণ্টা ঘুম আর ২/৩ ঘণ্টা খাওয়া ও প্রার্থনা ছাড়া বাকী ১৪/১৫ ঘণ্টা শুধুই লিখিত নিয়া চিন্তা থাকবে।
৩. পার্ট টাইম জব, টিইশনি বাদ দিবেনই। মনে রাখবেন এই ২০ হাজারের মধ্যে ১০ জনে ১ জন ক্যাডার এবং অন্তত ৫ জন নন ক্যাডার জব পাবেন।
৪. পত্রিকায় ডুবে থাকতে হবে। সব পাতা, সব ছবি, সব খবর পড়তে হবে। ড্যাটার খাতা বানিয়ে তাতে অর্থ ও বাণিজ্য, সারাবিশ্ব ও প্রথম পাতা থেকে প্রাপ্ত তথ্য লিখে রাখতে হবে। দরকার হলে কেটে গাম দিয়ে রাখতে হবে।
#কোচিং করবেন কি না?
৩/৪টি যদি থাকলে করুনঃ
১. বাসা থেকে কোচিং কাছে হলে (২০/৩০ মিনিটের পথ হলে)
২. লেখার অভ্যাস না থাকলে
৩. খুব বেশি অগোছালো মনে হলে
৪. কোন সাবজেক্টে বেশি উইকনেস থাকলে। ধরুন, ম্যাথ, বিজ্ঞান বা জিকে নিয়ে সমস্যা থাকলে ওসবের নোটের জন্য ক্লাস করতে পারেন।
১. বাসা থেকে কোচিং কাছে হলে (২০/৩০ মিনিটের পথ হলে)
২. লেখার অভ্যাস না থাকলে
৩. খুব বেশি অগোছালো মনে হলে
৪. কোন সাবজেক্টে বেশি উইকনেস থাকলে। ধরুন, ম্যাথ, বিজ্ঞান বা জিকে নিয়ে সমস্যা থাকলে ওসবের নোটের জন্য ক্লাস করতে পারেন।
#কী পড়বেন?
১. আন্তর্জাতিকঃ
– পত্রিকা নিয়মিত।
– ইদের পরপরই প্রকাশিতব্য বেসিক ভিউ আন্তর্জাতিক
– এসিওরেন্স
– আনোয়ারা বেগমের “আন্তর্জাতিক রাজনীতি”। [এটি কঠিন ও গদবাধা। বেসিক ভিউ ও এসিওরেন্সের প্রতি বিরক্তি থাকলে পড়তে পারেন]
– কনফিডেন্সের আন্তর্জাতিক টিচারদের ক্লাস লেকচার
– পত্রিকা নিয়মিত।
– ইদের পরপরই প্রকাশিতব্য বেসিক ভিউ আন্তর্জাতিক
– এসিওরেন্স
– আনোয়ারা বেগমের “আন্তর্জাতিক রাজনীতি”। [এটি কঠিন ও গদবাধা। বেসিক ভিউ ও এসিওরেন্সের প্রতি বিরক্তি থাকলে পড়তে পারেন]
– কনফিডেন্সের আন্তর্জাতিক টিচারদের ক্লাস লেকচার
বিঃদ্রঃ মৌলিক বই অসংখ্য আছে। কিন্তু সিলেবাস অনুযায়ী পারফেক্ট না। অথবা পারফেক্ট করে পড়তে চাইলে ১২০ দিনের পরিবর্তে ২৪০/৩০০ দিন লাগবে প্রস্তুতি নিতে।
২. বাংলাদেশঃ
– পত্রিকাঃ প্রথম আলোর পাশাপাশি বণিক বার্তা
– পৌরনীতি দ্বিতীয় (সিলেবাস ধরে)
– সংবিধান [আরিফ অথবা সর্বশেষ প্রকাশিত মূলটা]
– এসিওরেন্স/ ওরাকল
– সেপ্টেম্বর/ অক্টোবরে সিলেবাস অনুযায়ী গুরুত্বপূর্ণ টপিক নিয়ে প্রকাশিতব্য Basic View বাংলাদেশ
– কনফিডেন্সের ফারুক স্যারের ক্লাস লেকচার
– পত্রিকাঃ প্রথম আলোর পাশাপাশি বণিক বার্তা
– পৌরনীতি দ্বিতীয় (সিলেবাস ধরে)
– সংবিধান [আরিফ অথবা সর্বশেষ প্রকাশিত মূলটা]
– এসিওরেন্স/ ওরাকল
– সেপ্টেম্বর/ অক্টোবরে সিলেবাস অনুযায়ী গুরুত্বপূর্ণ টপিক নিয়ে প্রকাশিতব্য Basic View বাংলাদেশ
– কনফিডেন্সের ফারুক স্যারের ক্লাস লেকচার
৩. বাংলাঃ
– ব্যাকরণঃ সিলেবাস ধরে ভাষা শিক্ষা, বাংলা ভাষার ব্যাকরণ ও জিজ্ঞাসা লিখিতটা
– সাহিত্যঃ মাহাবুবে আলম/ ওরাকল
– ব্যাকরণঃ সিলেবাস ধরে ভাষা শিক্ষা, বাংলা ভাষার ব্যাকরণ ও জিজ্ঞাসা লিখিতটা
– সাহিত্যঃ মাহাবুবে আলম/ ওরাকল
৪. ইংরেজিঃ
– ফ্রি হ্যান্ড রাইটিংয়ের জন্য ইংরেজি পত্রিকা থেকে প্রতিদিন একটা করে বড় নিউজ (সম্পাদকীয় না) ২/৩ বার দেখে লিখবেন এবং স্বর উচ্চ করে পড়বেন। এতে আগামী ১০০ দিনে ১০০টি টপিক সম্পর্কে লিখা ও তার সংশ্লিষ্ট শব্দভান্ডার জানা হয়ে যাবে।
– মিলারস গাইড
– বিনয় বর্মনের Reading Skill
– যেকোন একটা গাইড
– লতিফ স্যার/ শরিফ স্যারের ক্লাস লেকচার
– ফ্রি হ্যান্ড রাইটিংয়ের জন্য ইংরেজি পত্রিকা থেকে প্রতিদিন একটা করে বড় নিউজ (সম্পাদকীয় না) ২/৩ বার দেখে লিখবেন এবং স্বর উচ্চ করে পড়বেন। এতে আগামী ১০০ দিনে ১০০টি টপিক সম্পর্কে লিখা ও তার সংশ্লিষ্ট শব্দভান্ডার জানা হয়ে যাবে।
– মিলারস গাইড
– বিনয় বর্মনের Reading Skill
– যেকোন একটা গাইড
– লতিফ স্যার/ শরিফ স্যারের ক্লাস লেকচার
৫. গণিতঃ
– সিলেবাস ধরে নবম দশম জেনারেল ও হায়ার ম্যাথ
– সেট, ফাংশন, সূচক/লগ, সম্ভাব্যতা ও অন্যান্য টপিক ইন্টারের ম্যাথ থেকে দেখতে পারেন
– খায়রুল’স / শাহিন’স ম্যাথ
– শিহাব স্যারের ক্লাস লেকচার
– সিলেবাস ধরে নবম দশম জেনারেল ও হায়ার ম্যাথ
– সেট, ফাংশন, সূচক/লগ, সম্ভাব্যতা ও অন্যান্য টপিক ইন্টারের ম্যাথ থেকে দেখতে পারেন
– খায়রুল’স / শাহিন’স ম্যাথ
– শিহাব স্যারের ক্লাস লেকচার
৬. মানসিক দক্ষতাঃ
– সানোয়ার’স ডক্টর
– শাহিন’/ ওরাকল
– সানোয়ার’স ডক্টর
– শাহিন’/ ওরাকল
৭. বিজ্ঞানঃ
– কনফিডেন্সের নায়েব আলী স্যারের ক্লাস লেকচার
– নবম দশম বিজ্ঞান ও ইন্টারের পদার্থ থেকে সিলেবাস ধরে নোট
– ওরাকল
– কনফিডেন্সের নায়েব আলী স্যারের ক্লাস লেকচার
– নবম দশম বিজ্ঞান ও ইন্টারের পদার্থ থেকে সিলেবাস ধরে নোট
– ওরাকল
৮. আইসিটিঃ
– কনফিডেন্সের মাহাবুব স্যারের ক্লাস লেকচার
– ওরাকল
– মোজাম্মেল হোসেন।
– কনফিডেন্সের মাহাবুব স্যারের ক্লাস লেকচার
– ওরাকল
– মোজাম্মেল হোসেন।
#কোনটির গুরুত্ব বেশি?
১. বাংলাদেশ বিষয়াবলি। এর সব তথ্যই হয় রচনা, না হয় প্রযুক্তি, না হয় আন্তর্জাতিক, না হয় ইংরেজি কম্প্রিহেনশনে লেগে থাকে।
মনে রাখবেন ইনফরমেশন ছাড়া গরু রচনাও লেখা যায় না।
মনে রাখবেন ইনফরমেশন ছাড়া গরু রচনাও লেখা যায় না।
২. ইংরেজিতে ১২০ পেলে তাকে আটকানো টাফ হবে।
৩. গণিত ও বিজ্ঞানে ১৫০+ পাওয়ারা ক্যাডারের তালিকায় থেকে যাবে।
৪. ডাটা, টেবিল, ছক, মানচিত্র ও অবজেক্টিভ স্টাইলে না লিখলে বাংলাদেশ ও আন্তর্জাতিকে ৩০/৪০ পাওয়ার অনেক সম্ভাবনা থাকবে।
#লিখিত প্রস্তুতি কতটা সিরিয়াসলি নিবেন?
আগামী ১০০/১২০ দিনের মধ্যে পরীক্ষা হবে বলে মনে হচ্ছে। এই ১০০ দিনের মধ্যে ১০০ মিনিটও যদি লিখিত প্রস্তুতির বাইরে কিছু করেন তাহলেই মনে মনে ধরে নিবেন আমার মনে হয় হলো না। এর বাইরে হলে আমাদের অনেকের মতই বাঁশ খাবেন।
ধন্যবাদ।
[৪ বার লিখিত দেয়ার অভিজ্ঞতা থেকে লিখলাম। আপনাদের যদি অন্য কোন ক্যাডারের সাজেশন ভালো লাগে তা অনুসরণ করবেন]
মো: নাঈম হোসেন**
আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ
ঢাকা বিশ্ববিদ্যালয়
লেখক: View Publications