৪১তম বিসিএস ফর্ম ফিলাপ করতে যা জানা দরকার।
১. চয়েজে সাবজেক্টকে গুরুত্ব দিন। যেমন অর্থনীতি, হিসাব বিজ্ঞান, ফিন্যান্স, স্ট্যাটিসটিক্স হলে অডিট অথবা কাস্টমস দিতে পারেন। অর্থনীতির জন্য ফরেন প্রথম চয়েজ দেয়াও যুক্তিযুক্ত।
২. ভালো বিশ্ববিদ্যালয়ে প্রথম সারির সাবজেক্ট, SSC & HSC তে ভালো রেজাল্ট থাকলে Foreign প্রথম দেয়া যুক্তিযুক্ত। এতে দুটি লাভ-
ক। ভাইভার গ্রাউন্ড থাকে contemporary & as usual international common matter.
খ। ভাইভা ভালো হয়ে গেলে মার্কস বেশি দিবে যাতে আপনি প্রথম পছন্দটি পান।
ক। ভাইভার গ্রাউন্ড থাকে contemporary & as usual international common matter.
খ। ভাইভা ভালো হয়ে গেলে মার্কস বেশি দিবে যাতে আপনি প্রথম পছন্দটি পান।
৩. এজ ইউজুয়াল রেজাল্ট হলে এডমিন/ পুলিশ। এ ২ টার কোনটা প্রথম দিলে ফরেন তালিকা না রাখাই উত্তম।
৪. সিগনেচার আইডি কার্ডের মত না হলেও হবে।
৫. ইনফরমেশন ক্যাডারটির ফিউচার দিন দিন ভালো সম্ভাবনার দিকে। এটি উপরে দিতে পারেন।
৬. খাদ্য সবার শেষে দিয়েন।
৭. অডিট, ফরেন, এডমিন, পুলিশ ও কাস্টমস যেন হয় প্রথম ৪/৫টি।
ধন্যবাদ