৪১তম যাদের প্রথম বিসিএস।
স্পেশাল হলেও সাথে সাথেই [৩২ ও ৩৩তম এর মত ২/৩ মাসের মধ্যে] ৪২তম সার্কুলার হবে। স্পেশাল হলেও যারা অনার্স করবেন তারাও দিতে পারবেন। মাস্টার্স necessary না।
যদি ৪১তম স্পেশালই হয় তবে ধরণ স্পষ্ট নয়। এমনও হতে পারে প্রিলির নম্বর যোগ করা হবে। তাহলে এমসিকিউয়ের প্রস্তুতিতে জোর দিতে হবে।
প্রথম ধাপ:
১. ১০ম থেকে বিসিএস এর প্রিলি ও লিখিত প্রশ্নোত্তর পড়ে ফেলুন ব্যাখ্যাসহ [কনফিডেন্সের একটা বই আছে]
২. সাবজেক্ট ওয়াইজ টার্গেট রাখুন এবং একটার পর একটা শেষ করুন। আপনি কোন সাবজেক্টের জন্য কোন বই পড়বেন তার তালিকা করুন এবং শেষ করে ক্রস দিন। মনে রাখবেন, পড়াশুনার সিংহভাগ হলো গুছিয়ে রাখা।
৩. আসল কথা হলো পড়তে থাকলে দেখবেন আপনি automatically নিজে নিজে বস হয়ে যাবেন। ভালো পরীক্ষা দিতে পড়া, পড়া এবং পড়ার কোন বিকল্প নাই। এখন পড়লে চাকুরী হয়, হবেই ইন শহ্আল্লাহ্।
৪. চাকুরী পাবার টার্গেট থাকলে show off বাদ দিয়ে বেশি বেশি পড়ুন
দ্বিতীয় ধাপ:
সাবজেক্ট ওয়াইজ বইয়ের তালিকা ও সংগ্রহ করুন (ধীরে ধীরে)। আমি আমার চয়েজ দিলাম। আপনি আপনার মত করে প্লান করতে পারেন বা যে বইটা পড়তে আপনার ভালো লাগবে সেটা পড়তে পারেন। মনে রাখবেন, ৩৮তম ও ৪০তম এর প্রায় ৮০/৯০ শতাংশ প্রশ্নই নবম-দশম বেসিক বই থেকে করা হয়েছে।
সাবজেক্ট ওয়াইজ বইয়ের তালিকা ও সংগ্রহ করুন (ধীরে ধীরে)। আমি আমার চয়েজ দিলাম। আপনি আপনার মত করে প্লান করতে পারেন বা যে বইটা পড়তে আপনার ভালো লাগবে সেটা পড়তে পারেন। মনে রাখবেন, ৩৮তম ও ৪০তম এর প্রায় ৮০/৯০ শতাংশ প্রশ্নই নবম-দশম বেসিক বই থেকে করা হয়েছে।
#বাংলা:
ব্যাকরণ:
নবম – দশম মুনীর চৌধুরী- এক/ দুইবার
জিজ্ঞাসা/ হায়াৎ মামুদ
ওরাকল (প্রশ্ন বেশি, প্রাকটিসও বেশি হবে)
সাহিত্য:
লাল নীল দীপাবলী- ৩/৪ বার
ওরাকল (রিটেনেও হেল্প পাবেন)
ব্যাকরণ:
নবম – দশম মুনীর চৌধুরী- এক/ দুইবার
জিজ্ঞাসা/ হায়াৎ মামুদ
ওরাকল (প্রশ্ন বেশি, প্রাকটিসও বেশি হবে)
সাহিত্য:
লাল নীল দীপাবলী- ৩/৪ বার
ওরাকল (রিটেনেও হেল্প পাবেন)
#ইংরেজি:
গ্রামার:
Master
সাইফুর্সের একটা প্রিলি গাইড ছিল। এখন নাই হয়ত। এক্ষেত্রে ব্যাখ্যাসহ প্রশ্নোত্তর কোনটাতে আছে তার দিকে নজর দিয়ে একটা কিনে ফেলবেন। প্রফেসর্স জব সল্যুশন পড়লে গাইড অন্য প্রকাশনীর নিবেন।
গ্রামার:
Master
সাইফুর্সের একটা প্রিলি গাইড ছিল। এখন নাই হয়ত। এক্ষেত্রে ব্যাখ্যাসহ প্রশ্নোত্তর কোনটাতে আছে তার দিকে নজর দিয়ে একটা কিনে ফেলবেন। প্রফেসর্স জব সল্যুশন পড়লে গাইড অন্য প্রকাশনীর নিবেন।
লিটারেচার:
A handbook/ Short but Smart English Literature/ Miracle
A handbook/ Short but Smart English Literature/ Miracle
#সংবিধান:
মূলটা পড়লেই (বড়টা) ভালো। রিটেন কাভার হবে।
মূলটা পড়লেই (বড়টা) ভালো। রিটেন কাভার হবে।
#বাংলাদেশ+আন্তর্জাতিক+দুর্যোগ+সুশাসন: ৭০ নম্বর
*নবম-দশম: ইতিহাস- ২/৩ বার রিডিং
ভূগোল- ২/৩ বার রিডিং
পৌরনীতি- ২/১ বার রিডিং
*একাদশ/ দ্বাদশ: পৌরনীতি প্রথম+ দ্বিতীয় পত্র: ৩/৪ বার রিডিং
সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রথম ৩/৪ টি অধ্যায়
*View সিরিজে আস্থা রাখতে পারেন [Recent View
Basic View, Test view]
এছাড়া-
*সংক্ষিপ্ত সাধারণ জ্ঞান
*কোন গাইড পড়তে চাইলে আপনার ইচ্ছা। তবে, বেশিরভাগই সিলেবাস অনুসরণ করে নাই।
*নবম-দশম: ইতিহাস- ২/৩ বার রিডিং
ভূগোল- ২/৩ বার রিডিং
পৌরনীতি- ২/১ বার রিডিং
*একাদশ/ দ্বাদশ: পৌরনীতি প্রথম+ দ্বিতীয় পত্র: ৩/৪ বার রিডিং
সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রথম ৩/৪ টি অধ্যায়
*View সিরিজে আস্থা রাখতে পারেন [Recent View
Basic View, Test view]
এছাড়া-
*সংক্ষিপ্ত সাধারণ জ্ঞান
*কোন গাইড পড়তে চাইলে আপনার ইচ্ছা। তবে, বেশিরভাগই সিলেবাস অনুসরণ করে নাই।
#নিয়মিত পড়ুন:
– জাতীয় দৈনিক [বাংলা ও ইংরেজি]: অর্থ ও বাণিজ্য, সারা বিশ্ব, ১, ২, শেষ পাতা, খেলা, প্রযুক্তি ও সম্পাদকীয়
– জব সল্যুশন
– সংক্ষিপ্ত সম্পাদকীয়
– Recent View
– জাতীয় দৈনিক [বাংলা ও ইংরেজি]: অর্থ ও বাণিজ্য, সারা বিশ্ব, ১, ২, শেষ পাতা, খেলা, প্রযুক্তি ও সম্পাদকীয়
– জব সল্যুশন
– সংক্ষিপ্ত সম্পাদকীয়
– Recent View
তৃতীয় ধাপঃ
সময় ও সামর্থ্য থাকলে বিসিএস কনফিডেন্সে কোচিং করুন।
সময় ও সামর্থ্য থাকলে বিসিএস কনফিডেন্সে কোচিং করুন।
বি:দ্র: অর্থ ও মেধার সামর্থ অনুযায়ী বই কিনুন এবং পড়ুন।
ধন্যবাদান্তে-
মো: নাঈম হোসেন
আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ
ঢাকা বিশ্ববিদ্যালয়
মো: নাঈম হোসেন
আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ
ঢাকা বিশ্ববিদ্যালয়