অনেকেই প্রিলির বুকলিস্টের সাজেশন চাচ্ছেন। আমার অভিজ্ঞতা থেকে মনে হয় যা প্রয়োজনীয় তা আপনার ভালো লাগলে অনুসরণ করতে পারেন:
প্রথম ধাপ:
১. আমার মনে হয় প্রিলিতে ভালো প্রস্তুতি থাকলে রিটেন ও ভাইভায় খুব কাজে দেয়। ৩৪ পরবর্তী বিসিএসে প্রিলির মত সর্ট সর্ট রিটেন প্রশ্ন হয়ে থাকে। তাই বলব প্রিলির সিলেবাস অনুযায়ী প্রস্তুতি নিখুত ও আত্মস্থ রাখুন।
২. সাবজেক্ট ওয়াইজ টার্গেট রাখুন এবং একটার পর একটা শেষ করুন। আপনি কোন সাবজেক্টের জন্য কোন বই পড়বেন তার তালিকা করুন এবং শেষ করে ক্রস দিন। মনে রাখবেন, পড়াশুনার সিংহভাগ হলো গুছিয়ে রাখা।
৩. আসল কথা হলো পড়তে থাকলে দেখবেন আপনি automatically নিজে নিজে বস হয়ে যাবেন। ভালো পরীক্ষা দিতে পড়া, পড়া এবং পড়ার কোন বিকল্প নাই। এখন পড়লে চাকুরী হয়, হবেই ঈনশাহ্আল্লাহ্।
৪. চাকুরী পাবার টার্গেট থাকলে show off বাদ দিয়ে বেশি বেশি পড়ুন
দ্বিতীয় ধাপ: সাবজেক্ট ওয়াইজ বইয়ের তালিকা ও সংগ্রহ করুন (ধীরে ধীরে)। আমি আমার চয়েজ দিলাম। আপনি আপনার মত করে প্লান করতে পারেন বা যে বইটা পড়তে আপনার ভালো লাগবে সেটা পড়তে পারেন। মনে রাখবেন, ৩৮তম এর প্রায় ৮০/৯০ শতাংশ প্রশ্নই নবম-দশম বেসিক বই থেকে করা হয়েছে।
#বাংলা:
ব্যাকরণ:
নবম – দশম মুনীর চৌধুরী- এক/ দুইবার
জিজ্ঞাসা
ওরাকল (প্রশ্ন বেশি, প্রাকটিসও বেশি হবে)
সাহিত্য:
লাল নীল দীপাবলী- ৩/৪ বার
ওরাকল (রিটেনেও হেল্প পাবেন)
ব্যাকরণ:
নবম – দশম মুনীর চৌধুরী- এক/ দুইবার
জিজ্ঞাসা
ওরাকল (প্রশ্ন বেশি, প্রাকটিসও বেশি হবে)
সাহিত্য:
লাল নীল দীপাবলী- ৩/৪ বার
ওরাকল (রিটেনেও হেল্প পাবেন)
#ইংরেজি:
গ্রামার:
Competetive exam
Rahat Sir er ekta boi ase
সাইফুর্সের একটা প্রিলি গাইড ছিল। এখন নাই হয়ত। এক্ষেত্রে ব্যাখ্যাসহ প্রশ্নোত্তর কোনটাতে আছে তার দিকে নজর দিয়ে একটা কিনে ফেলবেন। প্রফেসর্স জব সল্যুশন পড়লে গাইড অন্য প্রকাশনীর নিবেন।
গ্রামার:
Competetive exam
Rahat Sir er ekta boi ase
সাইফুর্সের একটা প্রিলি গাইড ছিল। এখন নাই হয়ত। এক্ষেত্রে ব্যাখ্যাসহ প্রশ্নোত্তর কোনটাতে আছে তার দিকে নজর দিয়ে একটা কিনে ফেলবেন। প্রফেসর্স জব সল্যুশন পড়লে গাইড অন্য প্রকাশনীর নিবেন।
লিটারেচার:
A handbook এবং Short but Smart English Literature
A handbook এবং Short but Smart English Literature
#গণিত:
নবম- দশম: সাধারণ+ উচ্চতর [৭ম, ৮ম দরকার নাই]
ওরাকল
অন্যকোন রাইটারের বইয়ে দুর্বলতা থাকলে দেখবেন
নবম- দশম: সাধারণ+ উচ্চতর [৭ম, ৮ম দরকার নাই]
ওরাকল
অন্যকোন রাইটারের বইয়ে দুর্বলতা থাকলে দেখবেন
#সংবিধান:
মূলটা পড়লেই (বড়টা) ভালো। রিটেন কাভার হবে।
মূলটা পড়লেই (বড়টা) ভালো। রিটেন কাভার হবে।
#বাংলাদেশ+আন্তর্জাতিক+দুর্যোগ+সুশাসন: ৭০ নম্বর
*নবম-দশম: ইতিহাস- ২/৩ বার রিডিং
ভূগোল- ২/৩ বার রিডিং
পৌরনীতি- ২/১ বার রিডিং
*একাদশ/ দ্বাদশ: পৌরনীতি প্রথম+ দ্বিতীয় পত্র: ৩/৪ বার রিডিং
সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রথম ৩/৪ টি অধ্যায়
*View সিরিজে আস্থা রাখতে পারেন [Recent View
Basic View, GK Job view, Test view]
এছাড়া-
*সংক্ষিপ্ত সাধারণ জ্ঞান
*কনফিডেন্স প্রকাশিত বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ
*কোন গাইড পড়তে চাইলে আপনার ইচ্ছা। তবে, বেশিরভাগই সিলেবাস অনুসরণ করে নাই।
*নবম-দশম: ইতিহাস- ২/৩ বার রিডিং
ভূগোল- ২/৩ বার রিডিং
পৌরনীতি- ২/১ বার রিডিং
*একাদশ/ দ্বাদশ: পৌরনীতি প্রথম+ দ্বিতীয় পত্র: ৩/৪ বার রিডিং
সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রথম ৩/৪ টি অধ্যায়
*View সিরিজে আস্থা রাখতে পারেন [Recent View
Basic View, GK Job view, Test view]
এছাড়া-
*সংক্ষিপ্ত সাধারণ জ্ঞান
*কনফিডেন্স প্রকাশিত বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ
*কোন গাইড পড়তে চাইলে আপনার ইচ্ছা। তবে, বেশিরভাগই সিলেবাস অনুসরণ করে নাই।
#নিয়মিত পড়ুন:
– জাতীয় দৈনিক [বাংলা ও ইংরেজ]: অর্থ ও বাণিজ্য, সারা বিশ্ব, ১, ২, শেষ পাতা, খেলা, প্রযুক্তি ও সম্পাদকীয়
– জব সল্যুশন
– সংক্ষিপ্ত সম্পাদকীয়
– Recent View
– জব সল্যুশন
– সংক্ষিপ্ত সম্পাদকীয়
– Recent View
#টেবিলে রাখুন:
– মানচিত্র: বাংলাদেশ ও আন্তর্জাতিক
[ঈনশাহ্আল্লাহ্ এপ্রিলে পাবেন Nayem’s View Map]
-আন্তর্জাতিক সম্পর্ক: সংক্ষিপ্ত ইতিহাস
আব্দুল হালিম
– চরিতাভিধান
– রাজনীতি কোষ [হারুন-অর-রশীদ]
– মানচিত্র: বাংলাদেশ ও আন্তর্জাতিক
[ঈনশাহ্আল্লাহ্ এপ্রিলে পাবেন Nayem’s View Map]
-আন্তর্জাতিক সম্পর্ক: সংক্ষিপ্ত ইতিহাস
আব্দুল হালিম
– চরিতাভিধান
– রাজনীতি কোষ [হারুন-অর-রশীদ]
বি:দ্র: অর্থ ও মেধার সামর্থ অনুযায়ী বই কিনুন এবং পড়ুন।
ধন্যবাদান্তে-
মো: নাঈম হোসেন
আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ
ঢাকা বিশ্ববিদ্যালয়
আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ
ঢাকা বিশ্ববিদ্যালয়